কাহালু উপজেলা যুবলীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেনের নামাজে জানাযা অনুষ্ঠিত

বগুড়ার কাহালু উপজেলা যুবলীগের সাবেক সভাপতি এ কে এম জাহাঙ্গীর হোসেন (৬০) এর নামাজে জানাযা শুক্রবার বেলা ১১টায় তার নিজ গ্রাম উপজেলার বীরকেদার ইউনিয়নের কাশিমালা গ্রামে অনুষ্ঠিত হয়।
তার নামাজে জানাযায় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কাশেম, বীরকেদার ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম আকরাম হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব জাকির হোসেন তালুকদার, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ও আওয়ামীলীগনেতা শাফিকুল ইসলাম শফিক, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, প্রচার সম্পাদক জাহিদুর রহমান, বীরকেদার ইউ পি সদস্য ইমদাদুল হক, আওয়ামীলীগনেতা আতোয়ার হোসেন, জুয়েল, জিয়া সহ এলাকার মুসল্লীবৃন্দ।
নামাজে জানাযা শেষে তাকে কাশিমালা গ্রামে পারিবারিক কবরাস্থানে দাফন করা হয়। এ কে এম জাহাঙ্গীর হোসেন উপজেলার কাশিমালা তালুকদার পাড়ার মৃতঃ ডাঃ ওসমান গনি আহম্মেদ এর পুত্র। উল্লেখ্য যে এ কে এম জাহাঙ্গীর হোসেন গত বৃহস্পতিবার সকালে হৃদরোগে আক্রান্ত হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭ টায় মারা যায়।