প্রকাশিত : ১ সেপ্টেম্বর, ২০২০ ১৫:৩৭

গণতন্ত্র পুনরুদ্ধার করা বিএনপির বড় চ্যালেঞ্জ: ফখরুল

অনলাইন ডেস্ক
গণতন্ত্র পুনরুদ্ধার করা বিএনপির বড় চ্যালেঞ্জ: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই দেশ একাত্তর সালে যে চেতনা নিয়ে সংগ্রাম করেছিল, লড়াই করেছিল একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করা, মানুষের অধিকার ফিরিয়ে দেয়া সেই জায়গায় ফিরে যেতে হবে এবং গণতন্ত্রকে আবার প্রতিষ্ঠিত করতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধার করা এই মুহূর্তে বিএনপির বড় চ্যালেঞ্জ।’

দলটির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকালে শের-ই-বাংলা নগরে জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এসময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বিশেষ মোনাজাত করেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘আজকে যে আওয়ামী লীগ গণতন্ত্রকে হরণ করেছে, জনগণের অধিকার কেড়ে নিয়েছে, যে ভয়াবহ একদলীয় শাসনব্যবস্থা ফ্যাসিজম কায়েম করেছে, তার বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে এবং এভাবে জনগণের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবো ইনশাল্লাহ।’

শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, আব্দুল করীম, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম প্রমুখ। পরে মহানগর উত্তর ও দক্ষিণের নেতাদের নিয়ে জিয়ার কবরে পুষ্পমাল্য অর্পণ করেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, কেন্দ্রীয় নেতা শিরিন সুলতানা, বিলকিস ইসলাম, শাম্মী আখতার প্রমুখ।

উপরে