প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২০ ১৫:৫৭

তৃতীয় বিশ্বের সকল রাষ্ট্রের কাছে শেখ হাসিনা এক অনুস্মরণীয় দৃষ্টান্ত: রাগেবুল আহসান রিপু

তৃতীয় বিশ্বের সকল রাষ্ট্রের কাছে শেখ হাসিনা এক অনুস্মরণীয় দৃষ্টান্ত: রাগেবুল আহসান রিপু

বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু বলেছেন, বঙ্গবন্ধু আমাদেরকে স্বাধীন দেশ দিয়ে গেছেন, আর তার কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে অর্থনৈতিক মুক্তির পথ দেখিয়েছেন। বাংলাদেশ আজ স্বল্পন্নোত দেশ থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। বাংলাদেশ আজ বিস্ময়কর উন্নয়নের দেশ। তৃতীয় বিশ্বের প্রত্যেকটি রাষ্ট্রের কাছে বাংলাদেশ হলো উন্নয়নের রোল মডেল। সমস্ত দুর্যোগকালীন সময়ে শেখ হাসিনার নেতৃত্ব আজ সারা বিশ্বে প্রশংসিত। বৈশ্বিক উষ্ণতা, করোনাকালীন মহাদুর্যোগ শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে বাংলাদেশ মোকাবিলা করেছে তাতে সারাবিশ্ব হতবাক হয়েছে। বাংলাদেশের মানুষের সৌভাগ্য তারা শেখ হাসিনার মত এই রকম সাহসী নেত্রী পেয়েছে।

সোমবার দুপুরে বগুড়ার নামাজগড়স্থ শুকরা কমিউনিটি সেন্টারে জননেত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে চিত্রকর্ম প্রদর্শনী শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলি বলেন।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, এড. মকবুল হোসেন মুকুল, এড. রেজাউল করিম মন্টু, আবু সেলিম, এম এ বাছেদ, সাগর কুমার রায়, শাহাদৎ আলম ঝুনু, আব্দুল মান্নান আকন্দ, রুহুল মোমিন তারিক, মাশরাফী হিরো, শিল্পী প্রণব সরকার প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন বগুড়া পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহাদৎ হোসেন শাহীন। সভা পরিচালনা করেন সাবেক ছাত্র নেতা কামরুল হুদা উজ্জ্বল। আলোচনা সভার শুরুতে দেশরত্ন শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে ৭৪ পাউন্ড কেক কাটেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।

 

উপরে