প্রকাশিত : ২ জানুয়ারী, ২০২১ ১৫:৪১

বিএনপির আন্দোলনের কথা শুনলে জনগণও এখন হাসে: কাদের

অনলাইন ডেস্ক
বিএনপির আন্দোলনের কথা শুনলে জনগণও এখন হাসে: কাদের

নতুন বছরে বিএনপিকে ইতিবাচক রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে আজ শনিবার সকালে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। 

ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন।

গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন বছরে সরকার পরিবর্তনের বিষয়ে বিএনপির মন্তব্যের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, গণঅভ্যুত্থানের বস্তুগত দিক এখন দেশে নেই। দেশ ও জনগণের স্বার্থ বিএনপির রাজনৈতিক কৌশলে প্রাধান্য পাচ্ছে না। দেখতে দেখতে সরকারের ১২ বছর চলে গেলে, কিন্তু আন্দোলন হবে কোন বছর?   তাদের আন্দোলনের কথা শুনলে জনগণও এখন হাসে।

নতুন বছরে আওয়ামী লীগের রাজনীতির বিষয়ে তিনি বলেন,  অধিকতর সুগঠিত ও স্মার্ট একটি দল শেখ হাসিনার নেতৃত্বে গড়ে তোলা হবে। দলের অভ্যন্তরে শৃঙ্খলা আরও মজবুত করা হবে।  দলের নেতৃত্বে বিতর্কিতরা যাতে আসতে না পারে, সে বিষয়ে দল সচেষ্ট থাকবে।

সড়ক ও মহাসড়কে শৃঙ্খলা ফেরার বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে সর্বাধিক গুরুত্ব দেয়া হবে। সংশ্লিষ্টদের যত্নবান হতে হবে এবং যাত্রীদের সুরক্ষায় যা করা দরকার, সেসব করতে হবে।

মালিক-শ্রমিকদের উদ্দেশ্যে কাদের জানান, গাড়িগুলোতে যত আসন তত সিট অবশ্যই মানতে হবে।

উপরে