প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারী, ২০২১ ১৬:৩০

পঞ্চগড়ে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাঁধা

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাঁধা

বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব প্রত্যাহারের সিদ্ধান্তের প্রতিবাদে পঞ্চগড় জেলা বিএনপি’র বিক্ষোভ মিছিলে বাঁধা দিয়েছে পুলিশ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল রোববার দুপুর ১২ টার দিকে জেলা বিএনপির দলীয় কার্যালয় হতে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে দলীয় কার্যালয়ের মূল ফটকে পুলিশ বাঁধা দেয়। পরে সেখানেই বিএনপির নেতাকর্মীরা সরকারের প্রতি কড়া প্রতিবাদ জানিয়ে নানা ধরনের শ্লোগান দিতে থাকে। এসময় সেখানেই অবস্থান নিয়ে প্রতিবাদ সমাবেশ করে তারা।

প্রতিবাদ সমাবেশে জেলা বিএনপির সদস্য সচিব ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ফরহাদ হোসেন আজাদ, জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক এম এ মজিদ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানিক প্রমুখ বক্তব্য রাখেন। এসময় জেলা যুবদলের সদস্য সচিব নুরুজ্জামান বাবু, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল কাদের মাসুম, জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সভাপতি এডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজলসহ বিএনপি ও বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ৪২৬ জন সেনা অফিসারের মধ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বীর উত্তম খেতাব দেয়া হয়েছিলো। তিনি ৯নং সেক্টরের সেক্টর কমান্ডার হিসেবে সম্মুখ যুদ্ধ করেছিলেন। তিনি ছিলেন স্বাধীনতার ঘোষক। বিএনপি স্বাধীনতার পক্ষের শক্তি। আওয়ামীলীগ মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করছে। জিয়াউর রহমানের বীর উত্তম খেতাবকে অস্বীকার করা মানে মুক্তিযুদ্ধকে অস্বীকার করা। সর্ম্পর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে তাঁর বীর উত্তম খেতাব বাতিলের সিদ্ধান্ত নেয়া হচ্ছে। আমরা এ ধরনের কার্যক্রমের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।

 

উপরে