পোরশায় উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

নওগাঁর পোরশা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকাল ৪টায় উপজেলার সারাইগাছী স্কুল মাঠে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ত্রি-বার্ষিক সম্মেলনে নির্বাচনের মাধ্যমে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসাবে পুনরায় আনোয়ারুল ইসলাম ও সাধারন সম্পাদক হিসাবে মোফাজ্জল হোসেনের নাম ঘোষনা করেন নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাধন চন্দ্র মজুমদার এমপি। কমিটির বাকি সদস্যদের নাম পরে ঘোষনা করা হবে বলে জানানো হয়। সম্মেলনে বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী ও নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার এমপি। এর আগে বেলা ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন নওগাঁ-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক।
উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেনের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ রোকেয়া সুলতানা, যুব ও ক্রীড়া সম্পাদক নিজাম উদ্দিন জলিল জন এমপি, মহাদেবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছলিম উদ্দিন তরফদার এমপি, নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল প্রমূখ।