বগুড়ার গোকুলে বিএনপি’র নেতৃবৃন্দের রোগ মুক্তি কামনা করে দোয়া মাহফিল

বাংলাদেশের প্রথম এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা এবং বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য, সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ ও সেনবাগ-সোনাইমুড়ি ( নোয়াখালী-২) আসনের ৫ বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য জয়নুল আবদীন ফারুক কোভিড-১৯ আক্রান্ত হয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এছাড়াও করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন বগুড়া জেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক, বগুড়া সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট আইনজীবী এ্যাডঃ সৈয়দ জহুরুল আলম ও গোকুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আইয়ুব খাঁন এর আশু রোগ মুক্তি কামনা করে মঙ্গলবার বাদ জোহর বগুড়া সদরের গোকুল ইউনিয়ন বিএনপির উদ্যোগে গোকুল কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপির সভাপতি ফেরদৌস আলম পিলুর সভাপতিত্বে দোয়ার মাহফিল পূর্বক আলোচনা সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বগুড়া সদর উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক চেয়ারম্যান এ্যাডঃ সোলায়মান আলী।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হক টুকু, বিএনপিনেতা শাহজাহান আলী, এবিএম মিলন,প্রভাষক হামিদুল ইসলাম ডাবলু, সাইফুল ইসলাম পিন্টু, মাওঃ ছামছুল হক মোল্লা, নুরুল ইসলাম নুরু খাদেম, আতাউর রহমান আতা, শফিকুল ইসলাম,ইঞ্জিঃ সোহেল আহম্মেদ, মীর শাহিদ পিলাব,মাফুজার রহমান,এস আই সফিক,ওবায়দুর রহমান সহ মুসল্লীবৃন্দ । শেষে দেশ ও জাতীর কল্যান কামনা করে মোনাজাত করেন অত্র মসজিদের ইমাম মাওঃ মোঃ তাজুল ইসলাম।