গাবতলীর বাগবাড়ীতে মসজিদ নির্মাণ কাজের উদ্ধোধন করলেন ডাঃ পাভেল

শুক্রবার বগুড়া গাবতলীর বাগবাড়ী পশ্চিমপাড়া জামে মসজিদের নির্মাণ কাজের উদ্ধোধন করেছেন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অধ্যক্ষ ও জেলা জিয়া পরিষদের সাবেক সভাপতি ডাঃ মওদুদ হোসেন আলমগীর পাভেল। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক সমাজসেবক ইঞ্জিনিয়ার রোকন তালুকদার, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম বজলু, স্থানীয় ইউপি মেম্বার আলমগীর হোসেন, স্থানীয় আমিনুর হক তালুকদার, আমিনুল ইসলাম তালুকদার, শফিকুল ইসলাম মাস্টার, রবিন মাস্টার, সিরাজুল ইসলাম প্রামানিক, শহিদুল ইসলাম, আব্দুর রাজ্জাক, করম আলী, নুর আলম প্রমূখ। নির্মাণধীন মসজিদটির জায়গা দিয়েছেন ডাঃ মওদুদ হোসেন আলমগীর পাভেল। তিনি (পাভেল) ওই মসজিদের নির্মাণ ব্যয় বহন করা ছাড়াও একটি পাঠাগার করাসহ নানা মূখী শিক্ষা ও কল্যাণকর কাজ করার পরিকল্পনা নিয়েছেন বলে এলাকাবাসি জানিয়েছেন।