প্রকাশিত : ২৭ জুন, ২০২১ ১৫:২৭

পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বৃক্ষরোপণের বিকল্প নেই: মোহন

প্রেস বিজ্ঞপ্তি
পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বৃক্ষরোপণের বিকল্প নেই: মোহন

বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা মঞ্জুরুল আলম মোহনের উদ্যোগে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে সরকারি শাহ্ সুলতান কলেজে ফলজ, বনজ ও ঔষধী বৃক্ষ রোপণ করা হয়।

এসময় তিনি বলেন পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বৃক্ষরোপণের বিকল্প নেই। এছাড়াও প্রত্যেককে প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক ৩টি করে গাছ লাগানোর উদাত্ত আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন, সরকারি শাহ্ সুলতান কলেজের অধ্যক্ষ  প্রফেসর শহিদুল আলম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অসীম কুমার রায়, ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আল মামুন, সরকারি শাহ্ সুলতান কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকিউল আলম জনি, ছাত্রলীগ নেতা শাওন, মিথিলেস, সজল, সুজিত, স্বাধীন, মিল্লাত, রিয়াল, অমিত, শুভ, তানজিম, সালমান, রাকু, সাব্বির, আরিফ, মাহফুজার সহ প্রমুখ।

 

উপরে