প্রকাশিত : ২ সেপ্টেম্বর, ২০২১ ২০:১১

নন্দীগ্রামে বিএনপি’র ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
নন্দীগ্রামে বিএনপি’র ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

নন্দীগ্রামে বিএনপি’র ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে বগুড়ার নন্দীগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় মোশারফ হোসেন এমপি বলেন, চন্দ্রিমা উদ্যান থেকে শহীদ জিয়ার সমাধি সরাতে দেওয়া হবেনা। নেতাকর্মীরা প্রতিরোধ গড়ে তুলবে বলে মন্তব্য করেছেন বগুড়া-৪ আসনের দলটির সংসদ সদস্য আলহাজ¦ মোশারফ হোসেন। সরকারের কাছে অনুরোধ জানিয়ে বলেন, শহীদ জিয়ার সমাধি রেখে সব স্থাপনা সরিয়ে নেন আপত্তি নেই। তিনি বলেছেন, আমরা বীর মুক্তিযোদ্ধাদের সম্মান করি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে গিয়ে জিয়ারত করে প্রমাণ করেছেন।

৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কর্তন ও দোয়া অনুষ্ঠিত হয়। এরআগে মোশারফ হোসেন পৌর সদরের নন্দীগ্রাম ফিলিং স্টেশন এলাকায় উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় উদ্বোধন করেন। বগুড়া-৪ আসনের বিএনপির এই সাংসদ নিজ মালিকানার জায়গায় দলটির অস্থায়ী কার্যালয় করেছেন। উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুর রউফ রুবেল জানান, দলের সুসময়ে যারা নেতৃত্বে ছিলেন, দোকান ঘরে বসে কার্যক্রম করেছেন। সুসময়ের নেতারা দলের ক্রান্তিকালে কর্মীদের খোঁজ রাখেনি। নেতাকর্মীদের বসার জন্য কার্যালয় করতে পারেননি। বিএনপির বর্তমান এমপি মোশারফ হোসেন দলীয় কার্যালয় করে দেখিয়েছেন তিনি দলকে এবং কর্মীদের কতোটা ভালোবাসেন। এ প্রসঙ্গে বগুড়া-৪ আসনের সাংসদ মোশারফ হোসেন বলেন, আমার নিজের জায়গায় আপাতত অস্থায়ী কার্যালয় করেছি।

বাসস্ট্যান্ডে ভালো জায়গা পেলে কার্যালয় সরিয়ে নেব। নন্দীগ্রাম উপজেলা বিএনপির আহবায়ক জহুরুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় বক্তব্য দেন হাফিজার রহমান, লুৎফর রহমান, আব্দুল মজিদ ফিল্লু, বেলায়েত হোসেন আদর, আলেকজান্ডার, ওবাইদুর হক রবি, মোজাম্মেল হক, আলাউদ্দিন সরকার, মোফাজ্জল হোসেন, আবু বক্কর সিদ্দিক, মাহবুবুল আলম, শাহ আল হেলাল, আলহাজ¦ শামছুর রহমান, শফিকুল ইসলাম, আব্দুল মজিদ, নজরুল ইসলাম, হাসেম আলী, শফিউল আলম সুমন, আব্দুর রউফ রুবেল, গোলাম রব্বানী, সিয়ামুল হক রাব্বি, জুয়েল রানা, তারেক রহমান, পলিন,মেহেদী হাসান শাহীন, আবু বক্কর সিদ্দিক রঙিন, আব্দুস সালাম, রাজু আহমেদ, নুরন্নবী প্রমুখ। 

উপরে