উদ্বোধনী জুটি ভাঙলেন মাশরাফি
সুনিল আমব্রিস ও শেই হোপ দেখেশুনেই খেলে যাচ্ছিলেন। কিন্তু তা আর হতে দেননি মাশরাফি। ১৯ বলে চারটি চারে ২৩ রান করা সুনিল আমব্রিসকে সাজঘরের পথ দেখালেন তিনি।
ষষ্ঠ ওভারের মাশরাফির বলে সুইং করে ভেতরে ঢোকা বল কাট করতে চেয়েছিলেন আমব্রিস। শরীরের বেশি কাছে থাকা বলে ঠিক মতো শট খেলতে পারেননি। সুযোগ এসে যায় স্লিপে দাঁড়ানো সৌম্যর সামনে। ঝাঁপিয়ে দুই হাতে ক্যাচ তালুবন্দি করেন তিনি।
শেষ খবর পাওয়া পর্যন্ত ৯ ওভার শেষে ১ ইউকেট হারিয়ে ৫২ রান সংগ্রহ করেছে ওয়েস্ট ইন্ডিজ। ক্রিজে আছেন শাই হোপ আর ড্যারেন ব্রাভো। শাই হোপ করেছেন ২৭ বলে ২৩ রান। আর অন্যদিকে ড্যারেন ব্রাভো করেছেন ৯ বলে ৫ রান।
বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে হারের পর জয়ে ফিরতে মরিয়া ওয়েস্ট ইন্ডিজ। অন্যদিকে দুই দলের সব শেষের ৫ ম্যাচের ৪ টিতেই জয় পেয়েছে বাংলাদেশ। তাই সব মিলিয়ে আত্মবিশ্বাসী টাইগারা। তাই জয়ের বিকল্প ভাবছেন না টাইগারা।
এইদিকে টাইগারাদের একাদশে এসেছে এক পরিবর্তন। অভিষেক হচ্ছে ডানহাতি পেসার আবু জায়েদ রাহির। ক্যারিবিয়ানদের দলেও এসেছে পরিবর্তন। ডানহাতি স্পিনার ফাবিয়ান অ্যালেনের পরিবর্তে অলরাউন্ডার রেয়মন রেফারকে একাদশে রেখেছেন তাঁরা ।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহমান (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, আবু জায়েদ রাহি, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: সুনীল অ্যামব্রিস, শাই হোপ (উইকেটরক্ষক), ড্যারেন ব্রাভো, রোস্টন চেজ, জোনাথন কার্টার, জেসন হোল্ডার (অধিনায়ক), ফাবিয়ান অ্যালেন, অ্যাশলে নার্স, কেমার রোচ, শেলডন কটরেল, শেনন গ্যাব্রিয়েল।