প্রকাশিত : ১৩ মে, ২০১৯ ১৯:৩৩

বাংলাদেশের সামনে টার্গেট ২৪৮ রান

অনলাইন ডেস্ক
বাংলাদেশের সামনে টার্গেট ২৪৮ রান

জেতার জন্য বাংলাদেশের সামনে ওয়েস্ট ইন্ডিজ টার্গেট দিয়েছে ২৪৮ রান। টস জেতার পর দুই ওপেনার সুনীল অ্যামব্রিস ও শাই হোপ ব্যাট চালিয়েই খেলতে থাকেন। দলীয় ষষ্ঠ ওভারের পঞ্চম বলে দলীয় ৩৭ রানের মাথায় ফিরে যান অ্যামব্রিস। গেল ম্যাচে ১৪৮ রান করা এই ব্যাটসম্যানকে ফিরিয়ে দেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সৌম্য সরকারের হাতে ক্যাচ দিয়ে ১৯ বলে ২৩ রান করে মাঠ ছাড়েন অ্যামব্রিস। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪৭ এই থেমে যায় ওয়েস্ট ইন্ডিজের রানের চাকা।

দশম ওভারে তৃতীয় বলে ড্যারেন ব্রাভোর ক্যাচ মিস করেন মেহেদী হাসান মিরাজ। যদিও পরের ওভারেই ব্রাভোকে এলবিডব্লিউ ফাঁদে ফেলে ফিরিয়ে দেন মিরাজ। ১৩ বল করে বিদায় নেন তিন নম্বরে ব্যাট করতে নামা এই ব্যাটসম্যান।

২০তম ওভারের প্রথম বলেই সফলতা পান মুস্তাফিজুর রহমান। ২৯ বলে ১৯ রান করা রস্টন চেজকে ফিরিয়ে দেন কাটার মাস্টার খ্যাত এই পেসার। মাহমুদুল্লাহ রিয়াদের হাতে ক্যাচ দিয়ে ড্রেসিং রুমের পথ ধরেন চেজ।

২৪ ওভারেরে প্রথম বলে ফের উইকেট! এবার মুস্তাফিজের বলে এলবিডব্লিউ হতে হলো জনাথন কার্টারকে। ১৪ বলে ৩ রান করেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান।

ত্রিদেশীয় সিরিজের পঞ্চম ম্যাচে ৩৫ ওভার পর চার উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১৫২। ৮৭ বলে ৬৪ রান করে অপরাজিত আছেন হোপ। ডান হাতি এই ওপেনারের সঙ্গে ক্রিজে রয়েছেন ৪৮ বলে ৩৫ রান করা ক্যারিবিয়ান অধিনায়ক জেসন হোল্ডার।

বাংলাদেশের পক্ষে মাশরাফি সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করে।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ

শাই হোপ, সুনীল অ্যামব্রিস, ড্যারেন ব্রাভো, রোস্টন চেজ, জনাথন কার্টার,  জেসন হোল্ডার-(অধিনায়ক), ফ্যাবিয়েন অ্যালেন, অ্যাশলে নার্স, কেমার রোচ, শেল্ডন কটরেল ও রেমন রেইফার।

বাংলাদেশ একাদশ

তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক ব্যাটসম্যান), মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), আবু জায়েদ রাহী, মুস্তাফিজুর রহমান।

উপরে