নিষেধাজ্ঞার মুখে ম্যানসিটি!

দুর্দান্ত সময় পার করছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি। ব্রাইটনকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ইংলিশ লিগ শিরোপা ঘরে তুলেছে ক্লাবটি। তবে শিরোপা জয়ের একদিন পরই শোনা যাচ্ছে উয়েফার নিষেধাজ্ঞার মুখে রয়েছে ক্লাবটি।
খেলোয়াড় কেনা বেচায় আর্থিক অসঙ্গতির জন্য উয়েফার তদন্তের মুখোমুখি হতে হচ্ছে ম্যানসিটি। আর্থিক অসঙ্গতি ধরা পড়লে আগামী মৌসুমে উয়েফার টুর্নামেন্টগুলোতে বিপদ হতে পারে ক্লাবটির। মর্যাদার চ্যাম্পিয়নস লিগসহ উয়েফার অন্য টুর্নামেন্টগুলোতেও খেলতে পারবে না পেপ গার্দিওলার দলটি।
উয়েফার তদন্তে আর্থিক অসঙ্গতি ধরা পড়লে ক্লাবগুলো এক বছরের জন্য নিষিদ্ধ হতে পারে। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে উয়েফার তদন্ত কমিটি সম্প্রতি আর্থিক অসঙ্গতি নিয়ে এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে।