এবার ডি লিটকে দলে ভেড়াচ্ছে বার্সা!
চ্যাম্পিয়নস লিগে সেমিফাইনালের পর থেকেই আয়াক্সের তরুণ তারকা ম্যাথিস ডি লিটের প্রতি নজর দেয় স্প্যানিশ জায়ান্ট বার্সা। এবার তাকে নিজেদের দলে ভেড়াচ্ছে কাতালান ক্লাবটি। এমনটি নিশ্চিত করেছে ফুটবল বিষয়ক ওয়েবসাইট গোল ডট কম।
চ্যাম্পিয়নস লিগের শেষ চারে লিভারপুলের কাছে হেরে বার্সা ও টটেনহ্যামের কাছে হেরে আয়াক্স বিদায় নেয়। আর এরপর থেকেই ১৯ বছর বসয়ী ডি লিটকে দলে ভেড়াতে উঠে পড়ে লাগে স্প্যানিশ জায়ান্টরা। যদিও অফিসিয়ালি এখনও কোনো কিছুই নিশ্চিত হয়নি।
তবে গুঞ্জন শুরু হয়েছে কয়েকদিনের মধ্যেই ডি লিটের ব্যাপারে ঘোষণা দেবে বার্সা। যেখানে নেদারল্যান্ডসের এই তারকার ট্রান্সফার ফি হতে পারে ৭০ থেকে ৭৫ মিলিয়ন ইউরো।
এবারের চ্যাম্পিয়নস লিগ মৌসুমে ডি লিটের নেতৃত্বেই রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের মতো শক্তিশালী দলকে শেষ ষোলো ও কোয়ার্টার ফাইনালে হারায় আমস্টারডামের দলটি। ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভিদের হারাতে ডি লিটের গোলও বড় ভূমিকা রাখে।
এর আগে আয়াক্সের আরেক তরুণ তারকা ডি জংকে ইতোমধ্যে দলে টেনেছে কাতালানরা। ৭৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে ডি জং ক্যাম্প নুয়ে নিজের নাম লেখান।