প্রকাশিত : ১৫ মে, ২০১৯ ১৪:০৯

বিকালে আয়ারল্যান্ডের বিপক্ষে নামছে বাংলাদেশ

অনলাইন ডেস্ক
বিকালে আয়ারল্যান্ডের বিপক্ষে নামছে বাংলাদেশ

এখন পর্যন্ত আন্তর্জাতিক কোনো টুর্নামেন্টের শিরোপা জিততে পারেনি বাংলাদেশ। তাই লক্ষ্য একটাই- যে করেই হোক চলমান ত্রিদেশীয় সিরিজের ট্রফি জয়। সেই লক্ষ্য পূরণে ইতিমধ্যে ফাইনালে পা রেখেছে মাশরাফি বাহিনী। স্বাভাবিকভাবেই ফুরফুরে মেজাজে আছেন তারা।

ফাইনালে লড়াইয়ের আগে নিয়মরক্ষার ম্যাচে বুধবার (১৫ মে) বিকালে আয়ারল্যান্ডের বিপক্ষে নামছে বাংলাদেশ। সিরিজে প্রথমবারের মতো স্বাগতিকদের বিপক্ষে খেলতে নামছে টাইগাররা। যদিও প্রথম সাক্ষাত বেরসিক বৃষ্টিতে পণ্ড হয়েছিল।

বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে তিনজাতি সিরিজ জয় হবে বড় অর্জন। ওয়েস্ট ইন্ডিজকে পরপর দুই ম্যাচে হারিয়ে সহজেই ফাইনালে গেছে বাংলাদেশ। বৃষ্টিতে পয়েন্ট ভাগাভাগি হওয়ায় সিরিজে এখনও হারেনি লাল-সবুজ জার্সিধারীরা। এ ম্যাচ অপরাজিত থাকার মিশন তাদের।

ক্রিকেটের সর্বোচ্চ আসরের আগে প্রতিটি ম্যাচ জয় হবে বাংলাদেশের বাড়তি পাওয়া। নিজেদের ঝালিয়ে নেয়ার টুর্নামেন্টে প্রতিটি জয় দেবে আত্মবিশ্বাস। আইরিশদের বিপক্ষে ফুরফুরে মেজাজে নামছে স্টিভ রোডসের শিষ্যরা। দলের প্রত্যেক সদস্য নিজেদের সাফল্য উপভোগ করছেন। মঙ্গলবার আনুষ্ঠানিক কোনো অনুশীলন ছিল না। ঐচ্ছিক অনুশীলন করেছেন কয়েকজন ক্রিকেটার।

ধারণা করা হচ্ছে, আয়ারল্যান্ডের বিপক্ষে সাইডবেঞ্চের পরীক্ষা-নিরীক্ষা হবে। সফরে আছেন ১৯ ক্রিকেটার। ক্যারিবীয়ানদের বিপক্ষে একাদশে না থাকা কয়েকজন মাঠে নামতে পারেন। রুবেল, মোসাদ্দেক ও লিটনের দলে ঢোকা মোটামুটি নিশ্চিত। বিশ্রামে যেতে পারেন তামিম, মোস্তাফিজ ও মিরাজ।

লিটন দলে ঢুকতে পারেন তামিমের জায়গায়। মিরাজের স্থানে মোসাদ্দেক আর মোস্তাফিজের স্থলাভিষিক্ত হতে পারেন রুবেল। ইনজুরির কারণে গেল ম্যাচে ছিলেন না মোহাম্মদ সাইফউদ্দিন। এ ম্যাচে ফিরতে পারেন তিনি। ফলে বাদ পড়তে পারেন হোল্ডার বাহিনীর বিপক্ষে ওয়ানডেতে অভিষেক ঘটা আবু জায়েদ রাহী।

তবে নাঈম, ইয়াসির ও ফরহাদ একাদশে আসছেন না প্রায় নিশ্চিত। শিরোপা নির্ধারণী ম্যাচেও তাদের থাকার সম্ভাবনা নেই। ফলে আয়ারল্যান্ড থেকে খালি হাতে দেশে ফিরতে হবে এ ত্রয়ীকে। এ ম্যাচে তাসকিনের কপাল খুলতে পারে। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বিশ্রাম নিলে খেলতে পারেন তিনি। এছাড়া উইন্ডিজের বিপক্ষে খেলা একাদশের অধিকাংশই থাকছেন।

একাদশে পরিবর্তন এলেও দলের মূল টার্গেট জয়। পরিসংখ্যানও টাইগারদের পক্ষে সাফাই গাইছে। এখন পর্যন্ত আয়ারল্যান্ডের বিপক্ষে ৯ ম্যাচে জয় ৬টিতে। হেরেছে মাত্র ২টিতে, ১টির ফল হয়নি। ২০১০ সালের পর আইরিশদের বিপক্ষে কখনই হারেনি বাংলাদেশ। জয়ের সেই রেকর্ড বজায় রাখতে মরিয়া সফরকারীরা। এজন্য এ ম্যাচ নিয়েও বেশ সিরিয়াস তারা।

ডাবলিনের ম্যালাহাইডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল পৌনে ৪টায়। বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে জিটিভি, মাছরাঙা ও বিটিভি।

বাংলাদেশ সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল/লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ/মোসাদ্দেক হোসেন সৈকত, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক)/তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান/রুবেল হোসেন।

আয়ারল্যান্ড সম্ভাব্য একাদশ: পল স্টার্লিং, জেমস ম্যাককলাম, অ্যান্ডি বালবির্নি, উইলিয়াম পোর্টারফিল্ড (অধিনায়ক), কেভিন ও’ব্রায়েন, মার্ক এডায়ের, গ্যারি উইলসন, জর্জ ডকরেল, বয়েড র‍্যানকিন, টিম মুরতাঘ ও জশ লিটল।

উপরে