ফাইনালে বাংলাদেশ ও উইন্ডিজের সম্ভাব্য একাদশ
ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আজ শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ সময় বিকাল পৌনে ৪টায় শুরু হবে ম্যাচটি, যা আয়ারল্যান্ডের ডাবলিনের মালাহাইড থেকে সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি, মাছরাঙা টিভি ও বিটিভি।
লিগ পর্বে দুইবারের দেখায় দুইবারই হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের ছুড়ে দেওয়া ২৬২ রানের লক্ষ্য তাড়া করে ৮ উইকেটে ম্যাচ জিতে নেয় টাইগাররা। ফিরতি দেখায় উইন্ডিজকে ২৪৭ রানের মধ্যে আটকে রেখে বাংলাদেশ জয় পায় ৫ উইকেটে।
আজ আবারও মুখোমুখি দল দুটি। তাও আবার ফাইনালে। এবারও কী বাংলাদেশ অনায়াস জয় পাবে উইন্ডিজের বিপক্ষে? নাকি বাংলাদেশের ধারাবাহিকতা ভেঙে জয় ছিনিয়ে নেবে ওয়েস্ট ইন্ডিজ?
ফলাফল যা-ই হোক, তার আগে চলুন দেখে নেওয়া যাক আজকের ফাইনালে দুই দলে কারা কারা খেলতে যাচ্ছেন।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস/সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা ও মুস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজের সম্ভাব্য একাদশ
সুনীল অ্যামব্রিস, শেই হোপ, ড্যারেন ব্রাভো, রোস্টন চেজ, জনাথান কার্টার, জ্যাসন হোল্ডার, ফাবিয়ান অ্যালেন, অ্যাশলে নার্স, কেমার রোচ, শেল্ডন কটরেল ও শ্যানন গ্যাব্রিয়েল।