বিশ্বকাপ শুরুর আগে নিউজিল্যান্ড শিবিরে ধাক্কা
আঙুলের চোটে বিশ্বকাপ খেলতে কোনো অসুবিধা হবে না। তবে ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্ট নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামা অনিশ্চিত নিউজিল্যান্ডের উইকেটকিপার-ব্যাটসম্যান টম ল্যাথামের।
ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে উইকেটকিপিং করার সময় আঙুলে চোট পান ল্যাথাম। চিকিৎসার জন্য তৎক্ষণাৎ মাঠ ছাড়েন তি। ক্রাইস্টাচার্চে ফিরে বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারস্ত হন তিনি। চোটের জায়গায় এক্স-রে করার পর জানা যায় যে, চোট লাথামের বিশ্বকাপ খেলায় বাধা হয়ে দাঁড়াবে না। তবে বিশ্বকাপের প্রথম ম্যাচে তিনি সম্পূর্ণ ম্যাচ ফিট নাও হতে পারেন।
আগামী ১ জুন শ্রীলঙ্কার বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করবে নিউজিল্যান্ড। প্রথম ম্যাচে শেষ পর্যন্ত ল্যাথাম খেলতে না পারলে উইকেটকিপিংয়ের দায়িত্ব পালণ করবেন টম ব্লান্ডেল, যাকে ব্যাক-আপ উইকেটকিপার ১৫ জনের স্কোয়াডে রেখেচছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। তাই যদি হয়, তবে ১৯৮৭ সালের পর আবার কোনো কিউয়ি ক্রিকেটারের ওয়ানডে অভিষেক হবে বিশ্বকাপের আসরে।