ইতালিয়ান ওপেন জিতলেন নাদাল
অনলাইন ডেস্ক
ইতালিয়ান ওপেনে পুরুষ এককের শিরোপা জিতলেন ক্লে কোর্টের রাজা রাফায়েল নাদাল। এ নিয়ে নয়বার রোম জয় করলেন রাফা। নোভাক জোকোভিচকে ৬-০, ৪-৬, ৬-১ সেটে হারান তিনি।ফোরো ইতালিকোতে শুরু থেকেই বিধ্বংসী ছিলেন নাদাল। প্রতিপক্ষকে দাঁড়াতেই দেন নি তিনি। প্রথম সেটের প্রতিটি শটেই দেখিয়েছেন কেন তাকে ক্লে কোর্টের রাজা বলা হয়। রাফার এ বিধ্বংসী রূপের সামনে নাস্তানাবুদ হয়ে যান নোভাক। সেট হারেন যাচ্ছেতাই ভাবে। পরের সেটে অবশ্য ঘুরে দাঁড়ান জোকো। ৪-৬'এ জিতে যান তিনি। খেলা গড়ায় তৃতীয় সেটে।
কিন্তু সেখানে আবারো রাফা'র আধিপত্য। এক পয়েন্ট নিজের ঝুলিতে নিতে পারলেও, নাদালকে আটকাতে পারেননি সার্বিয়ান জোকোভিচ। ৬-১ এ উড়ে যান তিনি। রেকর্ড ৩৪ এটিপি মাস্টার্স জেতার আনন্দে ভাসেন রাফায়েল নাদাল।