প্রকাশিত : ১৬ জুন, ২০১৯ ২১:২৮

হাটুতে চোট পেয়ে বাংলাদেশের বিপক্ষে অনিশ্চিত আন্দ্রে রাসেল

অনলাইন ডেস্ক
হাটুতে চোট পেয়ে বাংলাদেশের বিপক্ষে অনিশ্চিত আন্দ্রে রাসেল

যে কোনো উইকেটে যে কোনো বোলারকে মাঠের বাইরে আছড়ে ফেলতে দ্বিতীয়বার ভাবেন না তিনি। ক্যারিবীয় এই অলরাউন্ডার টি-টোয়েন্টি ক্রিকেটে কতবার যে একাই প্রতিপক্ষের হাত থেকে ম্যাচ ছিনিয়ে নিয়েছেন তার ইয়ত্তা নেই। সোমবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আন্দ্রে রাসেলকে নিয়ে সেজন্যই এতো আলোচনা। রাসেল প্রসঙ্গে সুখবর পাচ্ছেন টাইগার ভক্তরা। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে অনিশ্চিত এই ক্যারিবীয় অলরাউন্ডার। হাটুতে চোট পেয়েছেন তিনি। 

বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগের দিন আন্দ্রে রাসেলকে ক্যারিবীয় দলের সাথে অনুশীলনে দেখা যায় নি। সারাদিনই হোটেলে বসে ছিলেন তিনি। সেই কারণেই ধারণা করা হচ্ছে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে রাসেলকে ছাড়াই নামতে হতে পারে ওয়েস্ট ইন্ডিজকে। রোববার সমারসেট কাউন্টি ক্লাবের মাঠে অনুশীলন করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। বিশ্বকাপের চার ম্যাচ থেকে বাংলাদেশের কেবল তিন পয়েন্ট সংগ্রহ করতে পেরেছে বাংলাদেশ।দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের পর টানা তিন ম্যাচে জয়হীন টাইগাররা। শেষ চারের লড়াইয়ে টিকে থাকতে হলে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোর প্রায় সবকটিতেই জিততে হবে বাংলাদেশকে। আর এমন সময়ে আন্দ্রে রাসেলের না থাকাটা টাইগারদের জন্য স্বস্তির খবরই।

উপরে