প্রকাশিত : ১১ জুলাই, ২০১৯ ১২:৩১

ফাইনাল নিশ্চিতের লড়াইয়ে আজ নামছে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া

অনলাইন ডেস্ক
ফাইনাল নিশ্চিতের লড়াইয়ে আজ নামছে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া

দীর্ঘ অপেক্ষার পর বিশ্বকাপের সেমি-ফাইনালে খেলবে ইংল্যান্ড। দেশের মাটিতে বিশ্বকাপ জয়ের খুব কাছে পৌঁছে গেছে এউইন মরগ্যানের দলটা। আর একটা ম্যাচ জিতে গেলেই তো ফাইনাল!

আজ বৃহস্পতিবার বার্মিংহ্যামের এজবাস্টনে আসরের দ্বিতীয় সেমি-ফাইনালে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে দ্বাদশ বিশ্বকাপের স্বাগতিকরা। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়।

রবিন রাউন্ড লিগের দেখায় অবশ্য অস্ট্রেলিয়ার কাছেই পাত্তাই পায়নি ইংল্যান্ড। আগে ব্যাট করে অজিদের দেয়া ২৮৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৪৪ ওভার ৪ বলে ২২১ রানে অল-আউট হয়ে যায় ইংল্যান্ড।

এমন জয়ে মনস্তাত্ত্বিক দিক থেকেও নিশ্চয় অনেকটা এগিয়ে থাকছে অস্ট্রেলীয়রা। অজিরা এগিয়ে থাকলেও ঘরের মাঠে কতটা ভয়ংকর জেসন রয়, জো রুট, মরগ্যানরা সেটা বিশ্বকাপ জুড়েই প্রমাণ রেখেছে তারা।

যদিও ১৯৯২  পর বিশ্বকাপের নকআউট পর্বে জয় নেই ইংল্যান্ডের। আর বিশ্বকাপের মঞ্চে ইংলিশদের কাছে দুর্বোধ্য এক দলের নাম, অস্ট্রেলিয়া। যে কোন সিরিজে অজিদের বিপক্ষে জিতলেও, বিশ্বকাপে যেন হারতেই হবে ইংল্যান্ডকে।

চলতি বিশ্বকাপের আগেই টানা চার ম্যাচে অস্ট্রেলিয়াকে হারের স্বাদ দিয়েছিল ইংল্যান্ড। তবে গ্রুপ লিগে ফিঞ্চ বাহিনীর কাছে হেরেছে স্বাগতিকরা। এবার সেমিফাইনালে ক্যাঙ্গারুদের হারিয়ে সেই ধারা বদলাতে চায়, ইংলিশ লায়নরা।

অন্য আসরে যেমনই থাক অস্ট্রেলিয়ার ফর্ম, বিশ্বকাপ আসলেই দলটা খুঁজে পায় সেরা ছন্দ। এবারো তার ব্যতিক্রম নয়। দশ দলের মধ্য সবার আগে উঠেছে, শেষ চারে। কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ইনজুরিতে উসমান খাজার ছিটকে যাওয়া আর মার্ক স্টোইনিসের অনিশ্চয়তা দুশ্চিন্তা বাড়িয়েছে অস্ট্রেলিয়া শিবিরে। তবে ফিঞ্চ, ওয়ার্নার, ম্যাক্সওয়েলরা ফর্মে থাকলে দুশ্চিন্তা বাড়বে কেবল প্রতিপক্ষের।

ইংল্যান্ড সম্ভাব্য একাদশ: জেসন রয়, জনি বেরিস্টো, জো রুট, এউইন মরগ্যান (অধিনায়ক), বেন স্টোকস, জস বাটলার (উইকেট-রক্ষক), ক্রিস ওকস, লিয়াম প্লাঙ্কেট, আদিল রশিদ, জোফরা আর্চার ও মার্ক উড।

অস্ট্রেলিয়া সম্ভাব্য একাদশ: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, পিটার হ্যান্ডসকম্ব, মার্কাস স্টোইনিস, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যালেক্স কেরি (উইকেট-রক্ষক), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথান লিয়ন ও জেসন বেহরেনরফ।

উপরে