প্রকাশিত : ১২ জুলাই, ২০১৯ ১৩:৩৩

স্ট্রাইকোভাকে হারিয়ে গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে সেরেনা

অনলাইন ডেস্ক
স্ট্রাইকোভাকে হারিয়ে গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে সেরেনা

৩৭ বছর বয়সে আবারও গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে পৌঁছে গেলেন সেরেনা। এক কথায় বারবোরা স্ট্রাইকোভাকে উড়িয়ে দিলেন তিনি। উইম্বলডনের সেমিফাইনালে এতটা একপেশে খেলা অতীতে হয়েছে কি না সন্দেহ। 

সেরেনা জিতলেন ৬-১, ৬-২ সেটে। আর যদি এবার উইম্বলডন জিততে পারেন, তাহলে অস্ট্রেলিয়ার মার্গারেট কোর্টের গ্র্যান্ড স্ল্যাম জয়ের সংখ্যাকে স্পর্শ করতে পারবেন। পৌঁছে যাবেন ২৪তম গ্ল্যান্ড স্ল্যাম জয়ের প্রান্তে।

জেতার পর সেরেনা জানিয়ে দেন, 'এই বছরটা আমার কাছে অবশ্যই আলাদা। আসলে আমি চেয়েছিলাম কিছু ম্যাচ খেলতে। বুঝতে পারছিলাম আবার আমি পুরানো ফর্মে ফিরে আসছি। আসলে টেনিসকে আমি বরাবরই ভালবেসে এসেছি। যতদিন পারব ততদিন এই খেলা চালিয়ে যেতে চাই।' 

এদিকে সেরেনার প্রশংসা করে নাভ্রাতিলোভা বলেছেন, 'সমর্থকরাই সেরেনাকে ফাইনালে চাইছিল। সেটাই পেয়েছে। হোমওয়ার্কের মূল্য পেয়েছে।'

উপরে