সন্ধ্যায় প্রস্তুতি ম্যাচে নামবে বাংলাদেশ দল
ফিফা বিশ্বকাপ ফুটবলের বাছাইয়ের দ্বিতীয় পর্বের আগে নিজেদের ঝালিয়ে নিতে প্রথম প্রস্তুতি ম্যাচে নামবে বাংলাদেশ দল।
তাজিকিস্তান এফসি কুকটশের বিপক্ষে খেলবে জামাল ভূঁইয়া নেতৃত্বাধীন দলটি। তাজিকিস্তানের রাজধানী দুশানবের হিসোর স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায়।
প্রথম প্রস্তুতি ম্যাচে জয়ের জন্য তাজিকিস্তানে পৌঁছে সোমবার কঠোর অনুশীলন করেছে জেমি ডে’র শিষ্যরা।
২০১১ সালে প্রতিষ্ঠিত কুকটশ ক্লাব তাজিকিস্তান প্রথম বিভাগ চ্যাম্পিয়ন হয়ে শীর্ষ লিগে উঠেছে গত বছর। তারাও বিদেশী দলের বিপক্ষে প্রথম জয় চায়।
এদিকে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বৃহস্পতিবার তাজিকিস্তান সিএসকেএ পামির বিপক্ষে খেলবে লাল-সবুজরা।
এরপর আগামী ১০ সেপ্টেম্বর তাজিকদের রাজধানীর রিপাবলিকান সেন্ট্রাল স্টেডিয়ামে আফগানদের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বাংলাদেশ শুরু করবে বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বের মিশন।