প্রকাশিত : ৫ সেপ্টেম্বর, ২০১৯ ১৩:২৪

লাঞ্চ ব্রেকের আগে তিন উইকেট বাংলাদেশের ঝুলিতে

অনলাইন ডেস্ক
লাঞ্চ ব্রেকের আগে তিন উইকেট বাংলাদেশের ঝুলিতে

লাঞ্চ ব্রেকের আগে তিন উইকেট খুইয়েছে সফররত আফগানিস্তান। তাইজুলের স্পিন জাদুর পর মাহমুদউল্লাহ। নিজের প্রথম ওভারের চতুর্থ বলে এক রানের বিনিময়ে শাহিদীর উইকেটটি তুলে নেন তিনি। 

শাহিদী বলটিকে কিছুটা উড়তে দেখেন। অফের বেশ বাইরেই ছিল। কাট করতে চেয়েছিলেন। কিন্তু সৌম্যের চোখ এড়াতে পারেনি বল। নান্দনিক প্রতিক্রিয়া দেখিয়ে স্লিপে ক্যাচ ধরেন সৌম্য। ৩২ বলে ১৪ রান করেন শহীদী। দলীয় ৭৯ রানের মাথায় তৃতীয় উইকেট খোয়ালো আফগানিস্তান। 

এর আগে ২৪তম ওভারের প্রথম বলে দ্বিতীয় উইকেট পায় বাংলাদেশ। কৃতিত্ব তাইজুলের। এই বাঁহাতি স্পিনের বলে মাহমুদউল্লাহর হাতে ক্যাচ তুলে দেন ইব্রাহিম জারদান। বাঁহাতির দারুণ এক স্পিন ডেলিভারিতে প্রথম উইকেটের পতন ঘটে। আফগান টিমের ইহসানউল্লাহ ৩৬ বলে ৯ রান করে ফিরে যান। তখন আফগানিস্তানের সংগ্রহ ১২.২ ওভারে ১৯ রান। 

এবারের বাংলাদেশ টিমকে বৈচিত্র্যপূর্ণ বলাই যায়। কারণ একাদশে কোনো পেসার নেই। নেই কোনো বিশেষজ্ঞ ফাস্ট বোলার। পেসারের কাজ চালাতে সৌম্য সরকারের ওপরই ভরসা। এদিকে, সাকিব আল হাসানসহ একাদশে আছেন চারজন স্পিনার। পাশাপাশি স্পিন করার মতো আছেন মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন ও মুমিনুল হক।

বাংলাদেশ একাদশ
সৌম্য সরকার, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম উইকেট কিপার), সাকিব আল হাসান (ক্যাপ্টেন), মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, মোসাদ্দেক হোসেইন।

আফগানিস্তানের একাদশ
ইহসানউল্লাহ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শাহিদী, আজগর আফগান, মোহাম্মদ নবী, আফসার জাজাই (উইকেট কিপার), রশিদ খান (ক্যাপ্টেন), ইয়ামিন আহমাদজাই, কায়েস আহমেদ, জহির খান।

উপরে