প্রকাশিত : ৭ সেপ্টেম্বর, ২০১৯ ১৩:০২

লাঞ্চের আগে আফগানদের তিন উইকেটের পতন

অনলাইন ডেস্ক
লাঞ্চের আগে আফগানদের তিন উইকেটের পতন

ইনিংসের তৃতীয় ও চতুর্থ বলে টানা দুটি উইকেট তুলে নিয়ে আফগানদের ব্যাকফুটে ঠেলে দেন সাকিব আল হাসান। ৪ রান করে ইহাসানুল্লাহ জানাত ফেরেন এলবিডব্লিউ ফাঁদে পড়ে। অন্যদিকে প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান রহমত শাহ বাংলাদেশ অধিনায়কের হাতে ক্যাচ তুলে দিয়েই বিদায় নেন।

হাশমতুল্লাহ শহিদিকে নিয়ে ওপেনার ইব্রাহিম জাদরান ২৪ রানের জুটি গড়েন। যদিও নাঈম হাসানের বলে সৌম্য সরকারের হাতে ক্যাচ দিয়ে শহিদি ফেরেন ১২ রান করে।

শনিবার ম্যাচের তৃতীয় দিনে লাঞ্চ বিরতির আগে ২৬ ওভারে ৩ উইকেট হারিয়ে আফগানিস্তানের মোট সংগ্রহ ৫৬ রান। ২৪ রান করা ইব্রাহিমের সঙ্গে ক্রিজে রয়েছেন ১৬ রান করা আসগর আফগান। সফরকারীরা এগিয়ে রয়েছে ১৯৩ রানে ।

এদিন সকালে মাত্র ১১ রান যোগ করতেই ফিরে যান তাইজুল ইসলাম ও নাঈম হাসান। ৪৮ রানে অপরাজিত থাকেন মোসাদ্দেক হোসেন সৈকত।

এর আগে শুক্রবার দ্বিতীয় দিনে ৮ উইকেট হারিয়ে ১৯৪ রানে দিন শেষ করে বাংলাদেশ। 

দলের হয়ে সর্বোচ্চ ৫২ রানের ইনিংস এসেছে মুমিনুল হকের ব্যাট থেকে।অন্যদিকে আফগান অধিনায়ক রশিদ খান তুলে নেন পাঁচ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর

আফগানিস্তান প্রথম ইনিংস: ৩৪২

বাংলাদেশ প্রথম ইনিংস: ৭০.৫ ওভারে ২০৫

উপরে