প্রকাশিত : ৭ সেপ্টেম্বর, ২০১৯ ১৩:১৭

চলে গেলেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার আব্দুল কাদির

অনলাইন ডেস্ক
চলে গেলেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার আব্দুল কাদির

চলে গেলেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার আব্দুল কাদির। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ৬৩ বছর বয়সে মারা গেলেন এই স্পিন যাদুকর।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান, পাকিস্তান ক্রিকেট বোর্ড, টিম মেটসহ বিভিন্ন দেশের ক্রিকেটার ও ক্রিকেট বোর্ড। 

এই লেগ স্পিনারের জন্ম লাহোরে। ১৯৭৭ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত পাকিস্তানের হয়ে ৬৭ টেস্টে নিয়েছেন ২৩৬ উইকেট, আর ১০৪ ওয়ানডে ম্যাচ খেলে নিয়েছেন ১৩২ উইকেট। 

১৯৮৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে এক ইনিংসে ৫৬ রানে দিয়ে ৯ উইকেট তার ক্যারিয়ার সেরা।

উপরে