ইউরো বাছাইয়ে ফ্রান্স-পর্তুগালের জয়
অনলাইন ডেস্ক
ইউরো বাছাই ফুটবলে আলবেনিয়াকে ৪-১ গোলে গুড়িয়ে দিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিলো ফ্রান্স। অপর ম্যাচে সর্বিয়াকে ৪-২ গোলে হারিয়ে জয়ে ফিরেছে পর্তুগাল।
শনিবার আলবেনিয়ার বিপক্ষে বিশ্ব চ্যাম্পিয়নদের হয়ে জোড়া গোলে করেন কিংসলে কোমান। একটি করে গোল করেছেন অলিভিয়ের জিরুদ ও জোনাতঁ ইকোনে।
পুরো ম্যাচে প্রাধান্য ধরে রেখে প্রথমার্ধে দুই গোল ও দ্বিতীয়ার্ধে আরো দুই গোলে জয় নিশ্চিত করে ফেলে ফ্রান্স।
শেষ মুহুর্তে পেনাল্টি থেকে এক গোল শোধ দিলেও হার এড়াতে পারেনি আলবেনিয়া।
এদিকে আগের টানা দুই ম্যাচ ড্র করার পর সার্বিয়ার বিপক্ষে জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল। দলের জয়ে একটি করে গোল করেন উইলিয়াম কার্ভালহো, গনসালো গুয়েডেস, ক্রিশ্চিয়ানো রোনালদো ও বের্নার্দো সিলভা।