প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০১৯ ১৩:০০

ব্রাজিলকে হারিয়ে প্রতিশোধ নিল পেরু

অনলাইন ডেস্ক
ব্রাজিলকে হারিয়ে প্রতিশোধ নিল পেরু

ব্রাজিলের কাছে হেরেই কোপা আমেরিকার স্বপ্ন ধূলিসাৎ হয়েছিল পেরুর। এবার তিতের দলকে ১-০ গোলে হারিয়ে সেই হারের মধুর প্রতিশোধ নিল দলটি। ১৯৮৫ সালের পর এই প্রথম ব্রাজিলকে হারাল পেরুভিয়ানরা।

মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত এই প্রীতি ম্যাচের প্রথমার্ধে বল দখল কিংবা গোলমুখে আক্রমণের ক্ষেত্রে পিছিয়ে থাকলেও ব্রাজিলকে গোলহীন রাখতে সমর্থ হয় পেরু। উল্টো দুইবার প্রায় গোলই করে ফেলেছিল পেরু। তবে তাদের আসল লক্ষ্য ছিল রক্ষণ অটুট রাখা, যাতে তারা পুরোপুরি সফল।

এদিকে বিরতির পর দ্বিতীয়ার্ধে গোল পেতে মরিয়া হয়ে উঠে ব্রাজিল। তাই বদলি হিসেবে মাঠে নামানো হয় নেইমার, ফ্যাবিনহোকে। কিন্তু তাতেও কাজে দেয়নি। বরং ৮৫তম মিনিটে ব্রাজিলের গোলমুখ খুলতে সক্ষম হয় পেরু। এ সময় ইয়োসিমার ইয়োতুনের ফ্রি-কিক থেকে নেওয়া শটটি ব্রাজিলের গোল পোস্টের ওপর ভেসে আসে। সেখানেই দুর্দান্ত এক হেডে ব্রাজিলের জালে বল জড়িয়ে দেন পেরুর লুইস আব্রাম। আর এই গোল হজম করার পর সমতায় ফেরার চেস্টা করেও ব্যর্থ হয় ব্রাজিল।

উপরে