সৌম্যর ব্যাটে খুলনার জয়

প্রথম ইনিংসে পাঁচ বল খেলেই আউট হয়েছিলেন। খুলতে পারেননি রানের খাতা। জাতীয় দলের পরিচিত মুখ সৌম্য দ্বিতীয় ইনিংসে অপরাজিত অর্ধশতক তুলে জিতিয়েছেন খুলনা বিভাগকে।
জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) প্রথম টায়ারের ম্যাচে রাজশাহী বিভাগের মুখোমুখি হয়েছিল খুলনা। রোববার শেখ আবু নাসের স্টেডিয়ামে ম্যাচের শেষ দিন ১২৩ রান তাড়া করতে নেমে সহজেই ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয় দক্ষিণাঞ্চলের দলটি।
এনামুল হক বিজয় মাত্র ৪ রান করে ফিরে যান। তিন নম্বরে ব্যাট করতে নেমে ২২ রান করেন ইমরুল কায়েস। এদিকে মোহাম্মদ মিথুন ২৭ রান করে বিদায় নেন।
চারদিনের এই ম্যাচটিতে শেষ পর্যন্ত ওয়ানডে মেজাজে খেলে ৫৯ বলে ৫০ রান তুলে নেন সৌম্য। ৩টি ছক্কা ও সমান সংখ্যক চার হাঁকান এই ওপেনার। এতেই ৭ উইকেটের জয় তুলে নেয় খুলনা বিভাগ।
সৌম্যর সঙ্গে ক্রিজে ছিলেন ৮ বলে ২ চার মেরে ১৪ রান করা মেহেদী হাসান মিরাজ।
সংক্ষিপ্ত স্কোর
রাজশাহী বিভাগ
২৬১ ও ১৭০
খুলনা বিভাগ ৩০৯ ও ১২৩/৩
ফল
খুলনা ৭ উইকেটে জয়ী