বিশ্বকাপ জয়ের জন্য আরেকবার মাঠে নামতে চান মেসি

বিশ্বকাপ জয়ের জন্য আরও একবার মাঠে নামার আগ্রহের কথা আবারও প্রকাশ করেছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন তিনি।
এখনও পর্যন্ত আর্জেন্টিনার হয়ে বড় কোনো শিরোপা জিততে পারেননি মেসি। তিনবার কোপা আমেরিকা এবং একবার বিশ্বকাপের ফাইনালে উঠলেও শিরোপা জেতা আর হয়ে ওঠেনি এই আর্জেন্টাইন সুপারস্টারের।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে লিওনেল মেসি জানান, 'বিশ্বকাপ জিততে পারলে আমি অনেক খুশি হতাম। কিন্ত আমার মনে হয় না আমার অর্জিত কোন কিছুর বদলে যদি বিশ্বকাপ নেওয়ার সুযোগ থাকতো তাহলেও আমি নিতাম। এইসব কিছু আমি কষ্ট করে অর্জন করেছি। ঈশ্বর আমাকে যা দিয়েছেন তার পেছনে নিশ্চয় কোন কারণ আছে।'
তিনি জানান, 'যেসকল পরিস্থিতির মধ্যে দিয়ে আমাকে যেতে হয়েছিলো সেই বিবেচনায় আমি অনেক কিছু পেয়েছি জীবনে। যা চেয়েছিলাম তার থেকে অনেক বেশি পেয়েছি।'
মেসি আরো জানান, 'আমি অবশ্যই বিশ্বকাপ জিততে চাই, আরও একটি বার বিশ্বকাপ জয়ের জন্য মাঠে নামতে চাই।'