বাংলাদেশকে ফেবারিট মানছেন ভারতীয় অধিনায়কও

বৃহস্পতিবার থেকে সাভারের বিকেএসপির দুই মাঠ ও কক্সবাজার স্টেডিয়ামের দুই মাঠে শুরু হবে ইমার্জিং এশিয়া কাপ। তার আগে মঙ্গলবার রাতে রাজধানীর সোনারগাঁও হোটেলে হয়ে গেছে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন অনুষ্ঠান। যেখানে উপস্থিত ছিলেন অংশগ্রহণকারী ৮ দলের অধিনায়কেরা।
শেষ মুহূর্তে খেলতে অস্বীকৃতি জানানো আরব আমিরাতের বদলে ছিলেন নেপালের অধিনায়ক। ট্রফি উন্মোচন অনুষ্ঠান শেষে সংবাদ মাধ্যমে নিজ নিজ দলের ব্যাপারে কথা বলেছেন অধিনায়কেরা। এসময় স্বাগতিক দেশ হওয়ায় বাংলাদেশকে ফেবারিট মেনে নেন ভারতের অধিনায়ক রবি শরৎ।
ভারতীয় অধিনায়ক বলেন, 'বাংলাদেশের ক্রিকেট এগিয়ে যাচ্ছে। আমরা সবাই জানি তারা ভালো ক্রিকেট খেলছে। স্বাভাবিকভাবেই টুর্নামেন্টটা আমাদের জন্য বেশ চ্যালেঞ্জিং হবে। একইসাথে আমাদের দলটা তারুণ্যে ভরপুর। আমাদের বোর্ড তরুণ প্রতিভাবান ক্রিকেটারদের তুলে আনার চেষ্টা করছে।'
এবারের ইমার্জিং কাপে বাংলাদেশকেই ফেবারিট মেনে নিয়ে রবি শরৎ আরও বলেন, ‘সবগুলো দলই ভালো, প্রতিটি দলই চ্যালেঞ্জিং। এখনই কোন দলকে ফেবারিট বলতে পারছি না, তবে নিজেদের কন্ডিশনে খেলা বলে আমি মনে করি বাংলাদেশই এই মুহুর্তে ফেবারিট।’
বৃহস্পতিবার টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই মাঠে নামবে অংশগ্রহণকারী ৮ দল। 'খ' গ্রুপের ম্যাচে বিকেএসপির চার নম্বর মাঠে হংকংয়ের মুখোমুখি হবে নাজমুল হাসান শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ ইমার্জিং দল। এরপর ১৬ নভেম্বর ভারত ১৮ নভেম্বর নেপালের বিপক্ষে খেলবেন নাজমুল হোসেন শান্ত, নাইম শেখ, আফিফ হোসেন ধ্রুব ও আমিনুল ইসলাম বিপ্লবরা।
অন্যদিকে ‘ক’ গ্রুপে রয়েছে পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান আর ওমান। এই গ্রুপের সব কটি ম্যাচই কক্সবাজারে। আর আগামী ২৩ নভেম্বর ঢাকার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে হবে টুর্নামেন্টের ফাইনাল।