দিবালার অসাধারণ গোলে গ্রুপ চ্যাম্পিয়ন জুভেন্টাস

শেষ ষোলোর টিকিট নিশ্চিত হয়েছিল আগেই। পাওলো দিবালার অসাধারণ এক গোলে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে জুভেন্টাস। চ্যাম্পিয়নস লিগের ‘ডি’ গ্রুপের ম্যাচে মঙ্গলবার রাতে প্রথমার্ধের যোগ করা সময়ে জুভেন্টাসের জয়সূচক একমাত্র গোলটি করেন দিবালা।
ডান দিকে বক্সের ঠিক বাইরে প্রায় গোলের সমান্তরালে ফ্রি-কিক পেয়েছিল জুভেন্টাস। আর্জেন্টাইন ফরোয়ার্ডের বাঁ পায়ের অসাধারণ বাঁকানো শটে বল জাল খুঁজে নেয়। অ্যাটলেটিকোর গোলরক্ষক ইয়ান অবলাক তেমন সুযোগই পাননি।
নিজেদের মাঠে পুরো ম্যাচে বল দখলে এগিয়ে ছিল জুভেন্টাস। তবে স্বাগতিকরা অন টার্গেটে শট নিতে পারে মাত্র দুটি। বদলি হিসেবে নামা ফেদেরিকো বার্নারদেস্কির একটি শট ফিরে আসে পোস্টে লেগে। লিগের শেষ ম্যাচে বিশ্রামে থাকা ক্রিস্টিয়ানো রোনালদো এদিন পুরো ম্যাচেই খেলেছেন।
গ্রুপের অন্য ম্যাচে লোকোমটিভ মস্কোর বিপক্ষে ২-০ গোলে জিতেছে বায়ের লেভারকুসেন। তাতে ঝুলে গেছে অ্যাটলেটিকোর শেষ ষোলোতে যাওয়ার সম্ভাবনা। শেষ ম্যাচে লোকোমটিভের বিপক্ষে জিততেই হবে অ্যাটলেটিকোকে।