বিপিএলের টিকিট বিক্রি শুরু আজ

আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের মূল আসর। আর এই আসরে খেলা দেখতে হলে টিকিটের মূল্য কেমন হবে তা জানিয়ে দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
জানা গেছে, এবার টিকিটের সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে ২০০ টাকা। স্টেডিয়ামের পূর্ব গ্যালারির জন্য এ ব্যবস্থা। আর উত্তর বা দক্ষিণ গ্যালারির জন্য ধরা হয়েছে ৩০০ টাকা। এছাড়া ভিআইপি স্ট্যান্ড ও ক্লাব হাউজের জন্য ৫০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ডের জন্য ২০০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
আরো জানা গেছে, আজ মঙ্গলবার থেকে বিপিএলের টিকিট বিক্রি শুরু হবে। সকাল ৯টা থেকে মিরপুর স্টেডিয়ামের এক নম্বর গেইটের বুধ ও শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম সংলগ্ন দুটি বুথে পাওয়া যাবে টিকিট। এছাড়া অনলাইনে www.shohoz.com, www.paypoint.com.bd ও www.gadgetbangla.com ওয়েবসাইটে পাওয়া যাবে টিকিট ।
সংশ্লিষ্ট সংবাদ: বিপিএল
৫ নভেম্বর, ২০১৯
১৭ নভেম্বর, ২০১৯
২৬ নভেম্বর, ২০১৯
৮ ডিসেম্বর, ২০১৯
১০ ডিসেম্বর, ২০১৯
১১ ডিসেম্বর, ২০১৯