ভারতের খুদে প্রতিভায় বিস্মিত ক্রিকেট পাড়া

একেবারে পাকা ব্যাটসম্যানের মতো ব্যাটিং স্টান্স, ভাবভঙ্গি। গ্লাভস পরা হাতে ধরা ব্যাট। ইন্ডোরে একের পর এক বোলিংয়ে ফ্রন্টফুটে নিখুঁত কভার ড্রাইভ মেরে চলেছে সে। তবে পরণে ডাইপার— কয়েক দিন ধরেই সোশ্যাল মিডিয়ায় রীতিমতো হইচই ফেলে দিয়েছে এক খুদের এই ভিডিও। শুধু সোশ্যাল মিডিয়াতেই নয় ক্রিকেট বিশ্বের তারকারাও মুগ্ধ এই খুদের এই ভিডিও দেখে।
একটি ক্রিকেট ওয়েবসাইট প্রথম এই খুদের ভিডিয়ো টুইট করে লিখেছিল, ‘এখনও ডাইপারে তবু যা টেকনিক, তা অনেক ক্লাব ক্রিকেটারের নেই।’ মাসখানেক আগে মাইকেল ভনও টুইট করেছিলেন এই ভিডিও নিয়ে। এবার সরাসরি আর এক প্রাক্তন ইংল্যান্ড ক্রিকেটার কেভিন পিটারসেন তো এই ভিডিয়ো পোস্ট করে মজা করে প্রস্তাবই দিয়ে বসলেন বিরাট কোহালিকে, ‘বিরাট তোমার দলে এই ছেলেটাকে নাও।’
ভিডিও দেখে মুগ্ধ ভারতীয় অধিনায়কও জবাব দেন, ‘ছেলেটা কোথাকার? অবিশ্বাস্য।’ দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসিও নিজের বিস্ময় চেপে রাখতে পারেননি। তিনিও পিটারসেনের ভিডিওতে লেখেন, ‘এমন টেকনিক! ভাবাই যায় না।’