টেস্ট নিয়ে উদ্বিগ্ন বিসিবি

চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের সপ্তম আসর বঙ্গবন্ধু বিপিএল। এর পরই আগামী বছরে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিপিএলের পর আর বিশ্বকাপের আগে একাধিক টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। তবে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট নয়, টেস্ট ক্রিকেট নিয়েই যত ভাবনা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। পাঁচদিনের ক্রিকেটে দুই দিন না থাকতে পারা দলকে নিয়ে বিসিবি পরিচালকদের কপালে পড়ছে চিন্তার ভাঁজ।
গণমাধ্যমের মুখোমুখি হয়ে এই প্রসঙ্গে বাশার বলেন, ‘টেস্ট ম্যাচের পারফর্মেন্সে আমি সন্তুষ্ট নই। আফগানিস্তান ও ভারতের সাথে বাজেভাবে হেরেছে দল। তিনটি টেস্টেই বাংলাদেশের করুণ দশার দেখা মিলেছে। আমরা আশাবাদী পাকিস্তানে ভালো করব। তিন টেস্টের পর খেলোয়াড়রা বুঝতে পেরেছেন তাদের কোথায় উন্নতি করা দরকার।’
তিনি আরো বলেন, ‘সবশেষ টেস্ট সিরিজে ব্যাটিং-বোলিং কোথাও আমরা ভাল করিনি। ব্যাটসম্যানরা বাজেবাবে আউট হয়েছেন। আমরা একটা স্থায়ী দল চাচ্ছি। তার মানে এই না, যে প্লেয়ার বাজে খেলবে তাকেও দলে সুযোগ দেওয়া হবে। দিনশেষে দলে থাকতে হলে ভালো পারফর্ম করতেই হবে।’
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বাশার বলেন, ‘আগামী বছর অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সব দলগুলোই প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে। আমরাও বিপিএলের মাধ্যমে প্রস্তুতি সেরে নিচ্ছি। টি-টোয়েন্টি নিয়ে ব্যস্ত থাকলেও টেস্ট ক্রিকেটের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলছে না বোর্ড।’