দুর্দান্ত রোনালদোয় শীর্ষে জুভেন্টাস

ইতালিয়ান সিরি-আ’র ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে জুভেন্টাস। ঘরের মাঠে উদিনেসেকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়েছে তুরিনের বুড়িরা। এই জয়ে ইন্টারকে টপকে লীগ টেবিলের শীর্ষস্থানও নিজেদের করে নিয়েছে তারা।
২৮তম মিনিটে রোনালদোর পাস পেয়ে গনজালো হিগুয়াইনের নেওয়া শট ঠেকিয়ে দেন গোলরক্ষক। আট মিনিট পর এই আর্জেন্টাইন স্ট্রাইকারের আরেকটি শট পাঞ্চ করে ফেরান গোলরক্ষক হুয়ান মুসো। রোনালদো-হিগুয়াইনের দারুণ বোঝাপড়ায় ৩৭তম মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় জুভেন্টাস। সতীর্থের রক্ষণচেরা পাস ডি-বক্সে পেয়ে প্রথম ছোঁয়ায় জোরালো শটে নিজের দ্বিতীয় গোলটি করেন রোনালদো।
বিরতির ঠিক আগে স্কোরলাইন ৩-০ করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় শিরোপাধারীরা। হেডে গোলটি করেন ইতালিয়ান ডিফেন্ডার লিওনার্দো বোনুচ্চি। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে উদিনেসের একমাত্র সান্ত্বনাসূচক গোলটি করেন আর্জেন্টাইন মিডফিল্ডার ইগনাসিও পুসেত্তো। ১৬ ম্যাচে ১২ জয় ও তিন ড্রয়ে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে জুভেন্টাস।