আজ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখী হবে ঢাকা প্লাটুন

বঙ্গবন্ধু প্রিমিয়ার লিগ(বিপিএল)র চট্টগ্রাম পর্বের দ্বিতীয় দিনে আজ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে মাঠে নামছে ঢাকা প্লাটুন।আজ বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখী হবে দুদল।
আজকের ম্যাচে দলের বড় তারকা তামিম ইকবালকে পাচ্ছেনা ঢাকা। কুঁচকির চোটের সঙ্গে ভাইরাল জ্বরে ভুগছেন তিনি। বিকল্প ওপেনার হিসেবে স্থানীয় ক্রিকেটারদের মধ্যে কাউকে খেলানোর ইঙ্গিত দিয়েছেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন। শেষ দুই ম্যাচে ফর্মে ফেরার আভাস দিয়েছেন তামিম।
কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে খেলেছেন ৭৪ রানের ইনিংস। সিলেট থান্ডারের বিপক্ষে করেন ৩১ রান। তিন ম্যাচের দুটি জিতেছে মাশরাফির ঢাকা প্লাটুন। এদিকে, দিনের প্রথম ম্যাচে কুমিল্লা ওয়ারিয়র্সকে মোকাবেলা করবে রংপুর রেঞ্জার্স। ম্যাচ শুরু হবে দুপুর দেড়টায়।