আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে সোনাসহ ১০টি পদক জিতল বাংলাদেশ

থাইল্যান্ডের চিয়াংমাইয়ে ২১তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে ১টি স্বর্ণসহ মোট ১০টি পদক পেল বাংলাদেশ দলের সদস্যরা। পদকগুলোর মধ্যে ১টি স্বর্ণ, ২টি রৌপ্য, ৬টি ব্রোঞ্জ ও ১টি কারিগরি পদক পেয়েছে তারা। বাংলাদেশ সময় আজ শুক্রবার দুপুর ১২টার সময় বিজয়ীদের পদক পড়িয়ে দেওয়া হয়।
২১তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশ দলের ফলাফল
ক্রিয়েটিভ ক্যাটাগরি-জুনিয়র গ্রুপ:
মোনামি-মীর উমাইমা হক, আবরার শহীদ রাহিক
গোল্ড মেডেল
ক্রিয়েটিভ ক্যাটাগরি-জুনিয়র গ্রুপ-রোবো রেঞ্জার্স:
যারিয়া মুসাররাত, যাহরা মাহযারীন পূর্বালী
ব্রোঞ্জ মেডেল
ক্রিয়েটিভ ক্যাটাগরি-চ্যালেঞ্জ গ্রুপ-রোবো টাইগার্স:
সানি জুবায়ের, কাজী মোস্তাহিদ লাবিব, নাশীতাত যাইনাহ রহমান
ব্রোঞ্জ মেডেল
ক্রিয়েটিভ ক্যাটাগরি-চ্যালেঞ্জ গ্রুপ-রোবো বাংলা:
রাফিহাত সালেহ, তাফসির তাহরীম
ব্রোঞ্জ মেডেল
ক্রিয়েটিভ ক্যাটাগরি-চ্যালেঞ্জ গ্রুপ-রোবোলিউশন:
ছালওয়া মেহরীন, তাশরিক আহমেদ
ব্রোঞ্জ মেডেল
রোবট ইন মুভি- চ্যালেঞ্জ গ্রুপ-রোবো টাইগার্স:-
কাজী মোস্তাহিদ লাবিব, নাশীতাত যাইনাহ রহমান সিলভার মেডেল
রোবট ইন মুভি-জুনিয়র গ্রুপ-টিম মোনামি:
মীর উমাইমা হক, আবরার শহীদ রাহিক
টেকনিক্যাল মেডেল
রোবট ইন মুভি-চ্যালেঞ্জ গ্রুপ-প্লান্টিবট:
মোহাম্মদ জারিফ মাহবুব তালুকদার, শিহাব সারার আহমেদ
ব্রোঞ্জ মেডেল
রোবট ইন মুভি-চ্যালেঞ্জ গ্রুপ-টিম রোবাস্ট:
তাফসির তাহরীম
ব্রোঞ্জ মেডেল
লাইন ফলোয়িং এডভেঞ্চার-চ্যালেঞ্জ গ্রুপ
রাফিহাত সালেহ
সিলভার মেডেল
এর আগে সব অঞ্চলের শিক্ষার্থীদের নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে জাতীয় পর্ব অনুষ্ঠিত হয়। এই পর্বে ২১টি জেলার ১৩৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৭৯ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।