বিপিএল মাতাতে আসছেন থারাঙ্গা

বিপিএলের গত আসরের ফাইনালে বিস্ফোরক ইনিংস খেলেছিলেন উপল থারাঙ্গা। এবারের বিপিএলের শুরুতে তাকে কোনো ফ্রাঞ্চাইজি নেয়নি। তবে টুর্নামেন্টের মাঝে তাকে উড়িয়ে আনছে কুমিল্লা ওয়ারিয়র্স। শুধু থারাঙ্গা নয় কুমিল্লা শিবিরে যোগ দিচ্ছেন দক্ষিণ আফ্রিকার ডেভিড ভিসে। দলটির একাধিক শ্রীলঙ্কান ক্রিকেটার জাতীয় দলে ডাক পেয়েছেন। দুই-একটি ম্যাচ খেলার পর তাদের উড়াল দিতে হবে। তাদের রিপ্লেসমেন্ট হিসেবে আসছেন নতুনরা।
কুমিল্লা ওয়ারিয়র্স হারাচ্ছে নিয়মিত অধিনায়ক দাসুন শানাকাকে। তার নেতৃত্বে ভালোভাবেই এগিয়ে যাচ্ছিল দলটি। কিন্তু জাতীয় দলের ডাকে তাকে ফিরতে হচ্ছে দেশে। তার সঙ্গী হচ্ছেন কুমিল্লার ওপেনার ভানুকা রাজাপাকশে ও খুলনা টাইগার্সের অলরাউন্ডার হাসারাঙ্গা। আগামী ২৫ ডিসেম্বর চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরেই কলম্বো উড়াল দেবেন তারা।
থারাঙ্গা ও ভিসে ২৬ ডিসেম্বর ঢাকায় পা রাখবেন। থারাঙ্গা বাংলাদেশ ক্রিকেটে নিয়মিত অংশ গ্রহণ করছেন। বিপিএল বাদে ঢাকা প্রিমিয়ার লিগে প্রায়ই দেখা যায় তাকে। ঢাকা লিগে শ্রীলঙ্কান এ ওপেনার সবথেকে বেশি ম্যাচ খেলেছেন মোহামেডানের হয়ে। প্রোটিয়ান ভিসে গতবার বিপিএল খেলেছিলেন খুলনা টাইটান্সের হয়েছে। কলপাগ চুক্তিতে থাকা এ ক্রিকেটার নিয়মিত ফ্রাঞ্চাইজি ক্রিকেটে অংশ নিচ্ছেন। প্রসঙ্গত, ৪ ম্যাচে ২ জয় ও ২ পরাজয় নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে রয়েছে কুমিল্লা ওয়ারিয়র্স।