অধিনায়কত্ব উপভোগ করছেন ইমরুল

চলতি বিপিএলে দুর্দান্ত ফর্মে আছেন ইমরুল কায়েস ও তার দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ছয় ম্যাচের পাঁচটিতে জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে তারা। নিয়মিত অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের হ্যামস্ট্রিং ইনজুরির কারণে কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে দলকে নেতৃত্ব দেন কায়েস। ম্যাচশেষে দলের জয় নিয়ে ও অধিনায়কত্ব নিয়ে কথা উচ্ছ্বাসা প্র্রকাশ করেছেন এই ক্রিকেটার।
অধিনায়কত্ব কেমন উপভোগ করছেন? এমন প্রশ্নের জবাবে ইমরুল বলেন, ‘অধিনায়ক হিসেবে ম্যাচ খেললে সবদিকেই ভালো নজর রাখতে হয়। ফলে আমার ব্যাটিংটাও ভালো করতে পারি। এটা আমার জন্য অবশ্যই ভাল একটা দিক। গত ম্যাচে ফিল্ডিংয়ে ম্যাচ পরিচালনা এবং এই ম্যাচে পুরো ম্যাচই দলকে নেতৃত্ব দিয়েছি। বিষয়টা ভালোই লেগেছে।’
এদিকে টুর্নামেন্টে নিজেদের প্রাথমিক লক্ষ্য হিসেবে ফাইনালকে টার্গেট করছে চট্টগ্রাম। এ প্রসঙ্গে ভারপ্রাপ্ত অধিনায়ক বলেন, ‘প্লেয়ার ড্রাফটের সময় আমাদের দলকে নিয়ে অনেকেই অনেক কথা বলেছিল। আসলে ম্যাচ জেতাটাই আমাদের মূল লক্ষ্য। দলের সব খেলোয়াড়রাই নিজেদের সেরাটা দিয়ে লড়ছে। যদি ফাইনালে যেতে পারি নিজেদের সৌভাগ্যবান মনে করব। কারণ বিপিএলের ফাইনাল খেলাটা অনেক বড় ব্যাপার।’