অনুশীলনে ফিরলেন তামিম ইকবাল

শ্রীলঙ্কা সফরের পর বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ দিয়ে মাঠে ফেরেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। তবে ফেরাটা সুখকর হয়নি। ঢাকা পর্বে তিন ম্যাচ খেলেই পায়ের কুঁচকির চোটের সাথে জ্বরে ভুগেন। তাই চট্টগ্রামে যেতে পারেননি তামিম। ঢাকারই এক হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবে স্বস্তির খবর, তামিম দ্রুতই ফিট হয়ে উঠছেন এবং আজ রবিবার দলের অনুশীলনে যোগ দিয়েছেন তিনি।
জানা গেছে, অনুশীলনে যোগ দিয়ে প্রথমে অন্যান্যদের সঙ্গে গা গরমের অংশটা সারেন তামিম ইকবাল। এরপর প্যাড-হেলমেট ছাড়াই টেপ টেনিস বলে নক করেন তিনি। তারপর মুমিনুল হক, মেহেদি হাসান ও ঢাকার হেড কোচ মোহাম্মদ সালাউদ্দিনের স্পিনে প্রায় ৩০ মিনিট আপন ছন্দে ব্যাটিং করেন দেশসেরা এই ওপেনার।
এরই মাঝে ক্রিকেটের বাইরেও একটি কাজ করেন তামিম। আর সেটি হলো ‘ফটোগ্রাফি’। কুমিল্লা ওয়ারিয়র্স ও ঢাকা প্লাটুনের অনুশীলন কভার করতে আসা ফটো সাংবাদিকদের কাছ থেকে ক্যামেরা নিয়ে মাঠ ও আশপাশের বেশ কিছু ছবি তুললেন তিনি। সেইসঙ্গে দুই সিনিয়র ফটো সাংবাদিক শামসুল হক টেংকু ও মীর ফরিদের সাথে মজাও করলেন।
তবে ফুরফুরে মেজাজে থাকা তামিম গতকাল সোমবার কুমিল্লার বিপক্ষে ম্যাচে খেলবেন কি না, সে ব্যাপারে কোনো কিছুই বলতে চাইলেন না। এ প্রসঙ্গে ঢাকা প্লাটুনের হেড কোচ মোহাম্মদ সালাউদ্দিন জানিয়েছেন, তামিম সুস্থ হয়ে উঠছেন এবং চট্টগ্রাম পর্বে তার মাঠে নামারও সম্ভাবনা রয়েছে। তবে সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ মেনেই সিদ্ধান্ত নিতে হবে তামিমকে।