দিনের প্রথম ম্যাচে মাঠে নামছে ঢাকা-কুমিল্লা

বঙ্গবন্ধু বিপিএলের ১৭তম ম্যাচে ঢাকা প্লাটুনের মুখোমুখি হবে কুমিল্লা ওয়ারিয়র্স। চট্টগ্রাম জহুর হক চৌধুরী স্টেডিয়ামে দুপুর দেড়টায় গড়াবে ম্যাচটি। এদিকে দুই দলের প্রথম বিরোধিতায় কুমিল্লাকে ২০ রানে হারিয়েছিল মাশরাফির ঢাকা প্লাটুন। নিজেদের চার ম্যাচের দুইটিতে জয় নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে অবস্থান করছে কুমিল্লা ওয়ারিয়র্স। সমান ম্যাচ খেলে দুইটিতে জয় নিয়ে বঙ্গবন্ধ বিপিএলের পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে রয়েছে প্লাটুন।
এদিকে চোট সারিয়ে দলে ফেরার জোর সম্ভাবনা রয়েছে প্লাটুন ওপেনার তামিম ইকবাল ও পেসার ওয়াহাব রিয়াজের।
ঢাকা প্লাটুন সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, এনামুল হক বিজয়, মমিনুল হক, লৌড়ি ইভান্স, রকিবুল হাসান, শহিদ আফ্রিদি, আরিফুল হক, শুভাগত হোম, মাশরাফি বিন মর্তুজা, থিসারা পেরেরা, ওয়াহাব রিয়াজ।
কুমিল্লা ওয়ারিয়র্স সম্ভাব্য একাদশ: ভানুকা রাজাপাকসে, সৌম্য সরকার, সাব্বির রহমান, ডেভিড মালান, দাসুন শানাকা (অধিনায়ক), ইয়াসির আলী, মাহিদুল ইসলাম অঙ্কন, আবু হাইদার, মুজিব উর রহমান, আল আমিন হোসেন, সুমন খান।