ঐতিহাসিক টেস্ট সিরিজ জিতল পাকিস্তান

দশ বছর পর দেশের মাটিতে টেস্টপ্রত্যাবর্তনের সিরিজ জিতে নিল পাকিস্তান। করাচিতে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে সফরকারী শ্রীলঙ্কাকে ২৬৩ রানের বড় ব্যবধানে হারায় স্বাগতিকরা। লঙ্কানদের বিপক্ষে এটি পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ বড় ব্যবধানে জয়। প্রথম টেস্ট বৈরি আবহাওয়ার কারণে ড্র হওয়ায় সিরিজের ফলাফল ১-০।
চার ব্যাটসম্যানের সেঞ্চুরিতে ৩ উইকেটে ৫৫৫ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে পাকিস্তান। এতে ম্যাচ জয়ের জন্য ৪৭৬ রানের টার্গেট পায় শ্রীলঙ্কা। সেই লক্ষ্যে খেলতে নেমে চতুর্থ দিন শেষে ৭ উইকেটে ২১২ রান করেছিল শ্রীলঙ্কা। ফলে ম্যাচ জিততে শেষ দিন ৩ উইকেট হাতে নিয়ে আরও ২৬৪ রান করতে হতো লঙ্কানদের।
টেস্ট ক্যারিয়ারের চতুর্থ ম্যাচে প্রথম সেঞ্চুরি তুলে অপরাজিত থাকেন ওপেনার ওসাদা ফার্নান্দো। ১৭৫ বলে ১৩ বাউন্ডারিতে ১০২ রান করেছিলেন তিনি। পঞ্চম ও শেষ দিন কোন রান যোগ না করেই পাকিস্তানের স্পিনার ইয়াসির শাহর বলে আউট হয়ে যান। শেষদিন মাত্র ১৬ বল মোকাবেলা করে ২১২ রানে অল-আউট হয় লঙ্কানরা। অর্থাৎ বাকী ৩ উইকেট থেকে কোন রানই যোগ করতে পারেনি তারা।
পতন হওয়া তিন উইকেটের মধ্যে দুটিই নিয়েছেন ডান-হাতি পেসার নাসিম শাহ। তার শিকার হন টেল-এন্ডার দুই ব্যাটসম্যান লাসিথ এম্বুলদেনিয়া ও বিশ্ব ফার্নান্দো। ফলে টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মত পাঁচ উইকেট শিকারের স্বাদ নেন নাসিম। ৩১ রানে ৫ উইকেট নেন তিনি। ম্যাচ ও সিরিজ সেরা হয়েছেন পাকিস্তানের আবিদ আলি। প্রথম ইনিংসে পাকিস্তান ১৯১ ও শ্রীলঙ্কা ২৭১ রান করেছিল।