এবার ফক্স স্পোর্টসের দশক সেরা দলেও সাকিব

একদিন আগেই ক্রিকেটের বাইবেল খ্যাত ম্যাগাজিন উইজডেনের দশক সেরা ওয়ানডে একাদশে জায়গা পেয়েছিলেন সাকিব আল হাসান। এবার বিশ্বসেরা অল-রাউন্ডারের জায়গা হয়েছে বিশ্বখ্যাত ক্রীড়া গণমাধ্যম ফক্স স্পোর্টসের বাছাইকৃত দশক সেরা ওয়ানডে একাদশেও। গত এক দশকের (২০১০-২০১৯) সেরা পারফর্মারদের নিয়ে তৈরি করা হয়েছে এই ওয়ানডে একাদশ।
সাকিবকে রাখার কারণ হিসেবে ফক্স স্পোর্টস বলেছে, 'বাংলাদেশের এই অল-রাউন্ডার দুই বছরের (এক বছর স্থগিত নিষেধাজ্ঞা) জন্য আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ। কিন্তু তাতে বিগত বছরগুলোতে তার পারফরম্যান্স ম্লান হচ্ছে না। ২০১০ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত ওয়ানডেতে সাকিব করেছেন ৪২৭৬ রান এবং উইকেট পেয়েছেন ১৭৭টি। উইকেট শিকারের দিক থেকে শুধু লাসিথ মালিঙ্গার পেছনে রয়েছেন। দশকের সেরা অল-রাউন্ডার, অথবা বেন স্টোকসের পর দ্বিতীয় সেরা।'
এই একাদশের নেতৃত্ব দেওয়া হয়েছে ধোনির হাতে। একইসঙ্গে উইকেটকিপিংয়ের দায়িত্বও পেয়েছেন 'রিভিউ মাস্টার' ধোনি। আরও ৫ জন এশিয়ান ক্রিকেটার এই একাদশে রয়েছেন। তারা হলেন- ভারতের রোহিত শর্মা, বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি এবং জসপ্রিত বুমরাহ। এছাড়া আছেন লঙ্কান গতিদানব লাসিথ মালিঙ্গা। এদের মধ্যে বুমরাহ গত এক দশকে সবচেয়ে কম সময় আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন।
ফক্স স্পোর্টসের দশক সেরা ওয়ানডে একাদশ : রোহিত শর্মা, হাশিম আমলা, বিরাট কোহলি, কেন উইলিয়ামসন, সাকিব আল হাসান, বেন স্টোকস, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), মিচেল স্টার্ক, লাসিথ মালিঙ্গা, ইমরান তাহির, জসপ্রিত বুমরাহ।