দিনের প্রথম ম্যাচে মাঠে নামছে ঢাকা-চট্টগ্রাম

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ঢাকা পর্বের দ্বিতীয় আসর শুরু আজ। আজ শুক্রবার দুপুর দুইটায় শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ঢাকা প্লাটুন এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এদিকে ৭ ম্যাচে পাঁচটি জয় নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে থেকে চট্টগ্রাম পর্ব শেষ করেছে চ্যালেঞ্জার্সরা।
অপরদিকে ৬ ম্যাচে চারটি জয় নিয়ে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে আছে মাশরাফি বিন মুর্তজার ঢাকা প্লাটুন। এই ম্যাচ জিতলেই পয়েন্ট তালিকার শীর্ষে উঠে যাবে তারা। দুই দল পূর্বেও একটি ম্যাচ খেলেছে যেখানে ঢাকাকে ১৬ রানে হারায় চট্টগ্রাম। দেশি ও বিদেশি তারকায় সমৃদ্ধ দুই দলের ম্যাচটি তাই সমর্থকদের মাঝে দারুণ রোমাঞ্চ সৃষ্টি করবে।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স সম্ভাব্য একাদশ: লেন্ডল সিমন্স, আভিষ্কা ফার্নান্ডো, ইমরুল কায়েস (অধিনায়ক), চ্যাডউইক ওয়ালটন, নাসির হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মুকতার আলি, নাসুম আহমেদ, কেসরিক উইলিয়ামস, মেহেদী হাসান রানা, রুবেল হোসেন।
ঢাকা প্লাটুন সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, এনামুল হক বিজয় (উইকেটরক্ষক), মুমিনুল হক, জাকের আলী, আসিফ আলী, মেহেদী হাসান, শহীদ আফ্রিদি, শাদাব খান, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), ওয়াহাব রিয়াজ ও হাসান মাহমুদ।