ইভিএম নির্বাচনে বিএনপির ভয়ের কোনো কারণ নেই: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সিলেট এবং খুলনায় ইভিএমে (ইলেক্ট্রনিক ভোটিং মেশিন) নির্বাচন হয়েছে। সে নির্বাচনে বিএনপির জিতেছে। ইভিএমের মাধ্যমে নির্বাচন হলে স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন হয়। সুতরাং এ প্রক্রিয়ায় নির্বাচনে বিএনপির ভয়ের কোনো কারণ নেই।
আজ শুক্রবার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
রাজনীতিতে যারা বিতর্কিত তাদের সিটি নির্বাচনে মনোনয়ন দেয়া হবে না জানিয়ে তিনি বলেন, যাদের অপকর্মের কোনো রেকর্ড নেই তারা মনোনয়ন পাবেন।
এ সময় নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, উপ-দফতর সম্পাদক সায়েম খান, কেন্দ্রীয় নেতা শাহাবুদ্দিন ফরাজী প্রমুখ উপস্থিত ছিলেন।