কুমিল্লার বিপক্ষে ব্যাটিংয়ে রাজশাহী

বঙ্গবন্ধু বিপিএলে শনিবার দিনের প্রথম ম্যাচে রাজশাহী রয়্যালসের বিপক্ষে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা ওয়ারিয়র্স। সুতরাং, প্রথমে ব্যাট করতে নামবে রাজশাহী। মিরপুরে ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়।
গত ২৪ ডিসেম্বর চট্টগ্রামে রাজশাহীর কাছে ৭ উইকেটে হেরেছিল কুমিল্লা। ওই ম্যাচে কুমিল্লার ডেভিড মালান সেঞ্চুরি করেছিলেন। কুমিল্লার অধিনায়ক দাসুন শানাকা তার দেশ শ্রীলঙ্কায় ফিরে গেছেন। এই কারণে মালানকে অধিনায়ক করেছে কুমিল্লা।
কুমিল্লার এটি সপ্তম ম্যাচ। আগের ৬ ম্যাচের মধ্যে তারা ২টিতে জয় পায় ও চারটিতে হারে। ৪ পয়েন্ট নিয়ে কুমিল্লা এখন পয়েন্ট টেবিলে পঞ্চম অবস্থানে রয়েছে। অন্যদিকে, রাজশাহীর এটি ষষ্ঠ ম্যাচ। আগের ৫ ম্যাচের মধ্যে তারা ৪টিতে জয় পায়। ৮ পয়েন্ট নিয়ে রাহশাহী এখন দ্বিতীয় অবস্থানে রয়েছে।