বার্নলির বিপক্ষে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড

ইংলিশ প্রিমিয়ার লিগে বার্নলির বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।
শনিবার রাতে বার্নলির মাঠে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথমার্ধের শেষ সময়ে এগিয়ে যায় সফরকারীরা। সতীর্থের বাড়ানো বল ধরে অনায়াসে গোলটি করেন মার্সিয়াল।
দ্বিতীয়ার্ধে নেমে গোল শোধে মরিয়া স্বাগতিকরা আর ব্যবধান বাড়াতে চায় ম্যানচেস্টার। তবে নির্ধারিত সময় আর কোন গোল না হলেও অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে ব্যবধান বাড়িয়ে জয় নিশ্চিত করেন রুশফোর্ড।
পাল্টা আক্রমণে ডি-বক্সে ঢুকে গোলরক্ষককে কাটিয়ে ঠিকানা খুঁজে নেন এই ইংলিশ ফরোয়ার্ড। আর এ জয়ের মধ্য দিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিলো ম্যানচেস্টার ইউনাইটেড।