বিপিএল মাতাতে আসছেন হাশিম আমলা

বঙ্গবন্ধু বিপিএলে শেষ চারের দৌড়ে পয়েন্ট টেবিলের ভালো অবস্থানে খুলনা টাইগার্স। এবার খুলনার শক্তি আরও বাড়াতে মুশফিক, রুশো, আমিরদের সঙ্গে যোগ দিচ্ছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান হাশিম আমলা। খুলনা টাইগার্সের হয়ে বিপিএলে অভিষেক হতে যাচ্ছে হাশিম আমলার। চলতি বছরের আগস্টে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন এই প্রোটিয়া ওপেনার। দক্ষিণ আফ্রিকার ইতিহাসের সেরা ক্রিকেটারদের একজন তিনি।
এর আগে বহুবার হাশিম আমলা বাংলাদেশে এসেছেন, দক্ষিণ আফ্রিকার জার্সি গায়ে মাঠ মাতিয়েছেন মিরপুরের হোম অফ ক্রিকেট কিংবা বন্দর নগরী চট্টগ্রামে। এবার আমলা বাংলাদেশে আসছেন বিপিএল মাতাতে। খুলনা টাইগার্স শিবিরে যুক্ত হচ্ছেন আরও একজন প্রোটিয়া ক্রিকেটার।
এই ব্যাটসম্যান প্রোটিয়াদের জার্সিতে সব ফরম্যাট মিলিয়ে ৩৫৯ ম্যাচে করেছেন ১৮ হাজারের বেশি রান। আন্তর্জাতিক ক্রিকেটে তার ৫৫টি সেঞ্চুরি রয়েছে জনপ্রিয় এ ব্যাটসম্যানের। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট টি-টোয়েন্টিতেও (আন্তর্জাতিক) সফল ছিলেন আমলা। ৪৪ ম্যাচে ৩৩.৬০ গড় ও ১৩২.০৫ স্ট্রাইক রেটে ৮টি হাফ-সেঞ্চুরিসহ করেছেন ১২৭৭ রান।
বিভিন্ন টি-টোয়েন্টি টুর্নামেন্টে হাশিম আমলা খেলেছেন ১৫৪ ম্যাচ। যেখানে তার রান সংখ্যা ৪২৮৪। সেঞ্চুরি এসেছে ২ বার, আর হাফ-সেঞ্চুরি হাঁকিয়েছেন মোট ২৭ বার। গতকাল সিলেট থান্ডারের বিপক্ষে দাপুটে জয়ে পয়েন্ট তালিকার তিনে এখন মুশফিকুর রহিমের দল। সাত ম্যাচে পাঁচ জয় তাদের। প্লে-অফের দৌড়ে বেশ এগিয়ে আছে খুলনা টাইগার্স। লঙ্কান ক্রিকেটার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে দলে নিয়েছিল খুলনা। তবে দেশের ডাকে ফিরে যেতে হয় তাঁকে।