ব্রাজিলের সাম্বা ডি’অর জিতলেন গোলরক্ষক আলিসন

ইউরোপীয় লিগে খেলেন এমন সেরা ব্রাজিলিয়ান ফুটবলারকে প্রতি বছর সাম্বা ডি’অর বা সাম্বা গোল্ড পুরস্কার দেওয়া হয়। এবার এই পুরস্কার জিতলেন লিভারপুলের গোলরক্ষক আলিসন। পুরস্কারটি জিততে পিছনে ফেলেন ক্লাব সতীর্থ রবার্তো ফিরমিনো এবং পিএসজি তারকা নেইমারকে।
জানা গেছে, ৩৫.৫৪ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন আলিসন। আর দ্বিতীয় স্থানে থাকা ফিরমিনো পেয়েছেন ২৩.৪৮ শতাংশ ভোট। তাদের পরের স্থানে আছেন প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) ডিফেন্ডার থিয়েগো সিলভা। চতুর্থ স্থানটি দখল করেছেন লিভারপুলেরই মিডফিল্ডার ফ্যাবিনহো। এছাড়া পঞ্চম স্থানে থাকা নেইমার পেয়েছেন ৭.৫৭ শতাংশ ভোট।
এর আগে ২০১৯ সালে ইউরোপীয় ক্লাব ফুটবলের তিনটি শিরোপা জিতেন আলিসন। চ্যাম্পিয়নস লিগ, উয়েফা সুপার কাপ এবং ক্লাব বিশ্বকাপ ছাড়াও ব্রাজিলের জার্সিতে কোপা আমেরিকার শিরোপা জেতার স্বাদও পেয়েছেন তিনি। যদিও ইনজুরির কারণে সুপার কাপের ফাইনালে চেলসির বিপক্ষে মাঠে নামতে পারেননি।