জয় দিয়ে নতুন বছর শুরু রিয়াল মাদ্রিদের

টানা তিন ম্যাচে ড্রয়ের পর নতুন বছরের শুরুতে কাঙ্ক্ষিত জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। গতকাল শনিবার রাতে লা লিগার ম্যাচে রাফায়েল ভারানের জোড়া গোলে গেতাফেকে ৩-০ গোলে হারায় জিনেদিন জিদানের দল।
ম্যাচের শুরু থেকে বল দখলে রিয়াল এগিয়ে থাকলেও আক্রমণে আধিপত্য ছিল গেতাফের। ২৪তম মিনিটে এগিয়ে যেতে পারতো স্বাগতিকরা। তবে লেয়ান্দ্রো কাবরেরার জোরালো ভলি ঝাঁপিয়ে রুখে দেন রিয়াল গোলরক্ষক থিবাও কোরতোয়া। উল্টো এর ১০ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন রিয়ালের ভারানে। তার মাথা ছুঁয়ে বল প্রতিপক্ষের গোলরক্ষকের হাতে লেগে জালে জড়ায়।
অবশ্য বিরতিতে যাওয়ার আগে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল গেতাফে। কিন্তু দুবারই প্রতিপক্ষের টার্গেট রুখে দেন গোলরক্ষক কোরতোয়া। ফলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় রিয়াল।
দ্বিতীয়ার্ধের শুরুতে জোড়া গোল পূর্ণ করেন ভারানে। তার গোলে স্কোরলাইন দাড়ায় ২-০। ৫৩ মিনিটে টনি ক্রুসের ক্রস থেকে হেডের মাধ্যমে এই গোল করেন এই ফরাসি ডিফেন্ডার। আর যোগ করা সময়ে মিডফিল্ডার ভালভেরদের পাস থেকে গোল করেন লুকা মদ্রিচ। ফলে ৩-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল।
আর এই জয়ে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে পেছনে ফেলে শীর্ষে উঠেছিল রিয়াল। তবে এস্পানিওলের সঙ্গে ড্র করে পুনরায় এক নম্বর জায়গাটি দখলে নেয় বার্সা।